যুদ্ধটা সেখানেই
-
Reporter Name
-
আপডেট টাইম :
১১:০১:১৪ পূর্বাহ্ন, সোমবার, ২৮ জুন ২০২১
-
১৮৬
বার
- অধ্যক্ষ ড.গোলসান আরা বেগমঃ
- আমার যুদ্ধ আমি করে যাবো
- চারিদিকে ঘুর্ণায়মান যৌন খাদক,জুলুমবাজ,লুটপাটকারী
স্বার্থবাদী বাঘ সিংহকে পায়ে ঢলে পিষে মারবো।
- কারো পছন্দ হউক বা না হউক
মাথায় ইট পাটকেল, পাথর নিক্ষেপ করুক
দিক যত পারে নিন্দিত অপবাদ
সমাজচুত্য করুক তুলুক প্রতিবাদ।
- হাল ধরতে সাহস পেলে কেউ পাশে দাঁড়াও
পেশীবহুল হাত বাড়িয়ে দাও
জানি পারবে না
পারলেও হাত বাড়াবে না।
- আমার অপরাধ আমি নারী
সহ্য করতে হবে সকল চোখ রাঙানি
চোখ বন্ধ করলে প্রলয় বন্ধ হয় না
আমার যুদ্ধও থামবে না।
- কিসের যুদ্ধ
মানবতার যুদ্ধ
সাম্যের যুদ্ধ
নারী পুরুষে সমধিকারের যুদ্ধ।
- পড়বো না পায়ে মল
কানে মতির দুল
গলায় কন্ঠ হার
হাতে শৃঙ্খলের রাখিবন্ধন।
- অমুকের মা,তমুকের বউ
খেলার ফুটবল,দাবার ঘুটি
তুরুপের টিক্কা বিবি, নাচ ঘরের পুতুল
কুয়ার ব্যাঙ,দেবী,পুঁজার ফুল,অর্ধাঙ্গীনী
বিজয় লক্ষী নারী- এ সব প্রত্যাখ্যান করি।
- ফুলের নাম,পাখীর পরিচয় ঠিকানা
চোরেরও পরিচিতি আছে,নেই নারীর।
- মাছের পরিচয়,আছে ঘর বাড়ি
হা হা হা নারীর নাম,ঠিকানা কেন নেই
হাতে তুলে কলম অপশক্তির বিরুদ্ধে ডুগডুগি বাজাবো
নারীর অধিকার করবো উদ্ধার
যুদ্ধটা আমার সেখানেই।
Tag :