হাওর বার্তা ডেস্কঃ হাওরবেষ্টিত সীমান্তবর্তী উপজেলা সুনামগঞ্জের তাহিরপুরে প্রতিদিন শতাধিক পর্যটকের আগমণ ঘটছে। আজ শুক্রবারও কয়েক শতাধিক পর্যটক টাঙ্গুয়ার হাওরে ঘুরতে আসেন। কিন্তু স্থানীয় ইউএনও পুলিশ নিয়ে পর্যটকবাহী বাস ও নৌকা বাড়ি ফিরিয়ে দেন।
তাহিরপুর ইউএনও রায়হান কবির জানিয়েছেন, করোনা প্রাদুর্ভাব না কমলে সীমান্তবর্তী উপজেলা তাহিরপুরের বিভিন্ন স্পটে পর্যটকদের আগমণ কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে।
জানা যায়, প্রতিবছর এ সময় টাঙ্গুয়ার হাওরে প্রতিদিন হাজারো পর্যটক ঘুরতে আসেন। এ সময় পর্যটকরা উপজেলার সীমান্তঘেঁষে অবস্থিত শহীদ সিরাজ লেক, বড়গোপ টিলা, লাকমছড়াসহ আদিবাসী পল্লীতে অবস্থিত চাঁনপুর জলপ্রভাত দেখতে যান।
তাহিরপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স সূত্র জানায়, গত ৭ জুন পরীক্ষায় দুই জন করোনারোগী শনাক্ত হয়েছে। ৮ মাস পর উপজেলায় করোনারোগী শনাক্ত হয়। এদের মধ্যে একজন পর্যটকবাহী নৌযানের চালক রয়েছেন।
তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রায়হান কবির বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী হাওরে ভ্রমণে না আসতে অনুরোধ করা হচ্ছে। পর্যটক নিয়ন্ত্রণে উপজেলা প্রশাসন কঠোর ভূমিকা পালন করবে।