হাওর বার্তা ডেস্কঃ বাংলাদেশ পুলিশের পুলিশ সুপার (এসপি) পদে পদোন্নতি পেয়েছেন কিশোরগঞ্জের কৃতী সন্তান ময়মনসিংহ জেলার পুলিশ সুপারের কার্যালয়ে কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ শাহজাহান মিয়া।
রোববার (২ মে) স্বরাষ্ট মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা-১ এর উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই পদোন্নতি প্রদান করা হয়।
এ প্রজ্ঞাপনে বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার পদ মর্যাদার ৬৩ জন কর্মকর্তাকে পুলিশ সুপার (৫ম প্রেড) পদে পদোন্নতি প্রদান করা হয়েছে।
পুলিশ সুপার পদে পদোন্নতি পাওয়া মোহাম্মদ শাহজাহান মিয়া কিশোরগঞ্জ জেলার হাওর উপজেলা মিঠামইনের গর্বিত সন্তান।
ময়মনসিংহ জেলার পুলিশ সুপারের কার্যালয়ে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) হিসেবে দায়িত্ব পালনের আগে মোহাম্মদ শাহজাহান মিয়া নেত্রকোণা জেলার পুলিশ সুপারের কার্যালয়ে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) হিসেবে দায়িত্ব পালন করেন।
সেখানে কর্মরত অবস্থায় ২০২০ সালের জানুয়ারিতে অনুষ্ঠিত পুলিশ সপ্তাহের অনুষ্ঠানে প্রশংসনীয় ও ভালো কাজের স্বীকৃতি স্বরূপ বাংলাদেশ পুলিশের দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার ‘আইজিপি’স এক্সেমপ্ল্যারি গুড সার্ভিসেস ব্যাজ’ পান মোহাম্মদ শাহজাহান মিয়া।