ঢাকা ০৬:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

নেত্রকোনায় হাওর অঞ্চলে ধানের মূল্য পাওয়ায় কৃষকের মুখে সোনালী হাসি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৪৫:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৩ এপ্রিল ২০২১
  • ২০৬ বার

বিজয় দাসঃ নেত্রকোনার  হাওর অঞ্চলে বোরো ধান কাটা প্রায় শেষ পর্যায়ে। মাঠজুড়ে ধানের ভালো ফলন হওয়ায় কৃষকের মুখে সোনালী হাসির ঝিলিক।  এরই মধ্যে অধিকাংশ জমির  ধান কাটা হয়েছে । আগামী সপ্তাহ খানেকের মধ্যে শতভাগ ধান কাটা শেষ হবে।  হাওরে হিটশক ও শিলাবৃষ্টিতে ক্ষতির পরও কষ্টার্জিত ফসলের ন্যায্য মূল্য পেয়ে হাসি ফুটেছে কৃষক  – কিশানীর মুখে।

নেত্রকোনার মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরী উপজেলার হাওরাঞ্চলে কৃষকদের সারা বছরের একমাত্র ফসল হচ্ছে বোরো ধান। আগাম বন্যা কিংবা শিলাবৃষ্টিতে তাদের কষ্টের ফসলের যেন আর কোনো ক্ষতি না হয়, সেজন্য পাকাধান ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন কৃষক। সর্বত্র ধান কাটা, মাড়াই ও ধান সেদ্ধ করে তা শুকাতে ব্যস্ত সময় পার করছেন তারা। কোথাও কৃষি শ্রমিক, কোথাও আবার সরকারের ভর্তুকি দেয়া কম্বাইন্ড হারভেস্টার মেশিন দিয়ে ধান কাটা হচ্ছে। ধান কাটা ও মাড়াই নিয়ে গোলায় তোলা হাওরাঞ্চলে কৃষকদের মাঝে এক ধরনের উৎসবের আমেজ বিরাজ করছে।

গেল কিছুদিন  আগে গরম ঝড়ো বাতাস ও শিলাবৃষ্টিতে হাওরাঞ্চলে বোরো ধানের আংশিক ক্ষতি হওয়ার পরও বেশির ভাগ হাওরে ধানের বাম্পার ফলন হওয়ায় কৃষকরা খুশি। কৃষকরা মাঠে ধান বিক্রি করছেন প্রতি মন ৮৩০-৮৫০ টাকা, ধান কাটার শুরুতেই ছিল প্রকার ভেদে মন প্রতি ৯২০-৯৫০ টাকা।

নেত্রকোনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি বোরো মৌসুমে নেত্রকোনা জেলায় ১ লাখ ৮৪ হাজার ৯৮৩ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ করা হয়েছে। এর মধ্যে শতভাগ হাওরাঞ্চল খালিয়াজুরী উপজেলায় ২০ হাজার ১০০ হেক্টর, মদন উপজেলায় ১৭ হাজার ৩৪০ হেক্টর, মোহনগঞ্জ উপজেলায় ১৭ হাজার ৪৩ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ করা হয়। ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ৭ লাখ ৬৪ হাজার ৪৯৩ টন।

নেত্রকোনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মো. হাবিবুর রহমান জানান, মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তারা কৃষকদের সময়মতো সঠিক পরামর্শ দেয়ায় এবং হিট শক ও শিলাবৃষ্টির পরও শেষদিকে আবহাওয়া অনুকূলে থাকায় হাওরাঞ্চলে এবার বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। সম্প্রতি গরম ঝড়ো হাওয়ায় হাওরাঞ্চলে ৭ হাজার ৪৪৪ হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে। আর শিলাবৃষ্টিতে ক্ষতি হয়েছে প্রায় সাড়ে চার হাজার হেক্টর জমির ফলন।

জেলা প্রশাসক কাজি মো. আব্দুর রহমান জানান, অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলের আশঙ্কায় নেত্রকোনার মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরী হাওরাঞ্চলে উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের মাঠ পর্যায়ে সার্বিক তত্ত্বাবধানে ফসলি জমিতে শতাধিক কম্বাইন্ড হারভেস্টার ও কৃষি শ্রমিকদের মাধ্যমে দ্রুতগতিতে ধান কাটা শেষ হচ্ছে। আশা করছি, হাওরাঞ্চলের কৃষকরা নির্বিঘ্নে তাদের পরিশ্রমের ফসল ভালোভাবেই ঘরে তুলতে পারছেন।
বিজয় দাস
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নেত্রকোনায় হাওর অঞ্চলে ধানের মূল্য পাওয়ায় কৃষকের মুখে সোনালী হাসি

আপডেট টাইম : ০৯:৪৫:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৩ এপ্রিল ২০২১

বিজয় দাসঃ নেত্রকোনার  হাওর অঞ্চলে বোরো ধান কাটা প্রায় শেষ পর্যায়ে। মাঠজুড়ে ধানের ভালো ফলন হওয়ায় কৃষকের মুখে সোনালী হাসির ঝিলিক।  এরই মধ্যে অধিকাংশ জমির  ধান কাটা হয়েছে । আগামী সপ্তাহ খানেকের মধ্যে শতভাগ ধান কাটা শেষ হবে।  হাওরে হিটশক ও শিলাবৃষ্টিতে ক্ষতির পরও কষ্টার্জিত ফসলের ন্যায্য মূল্য পেয়ে হাসি ফুটেছে কৃষক  – কিশানীর মুখে।

নেত্রকোনার মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরী উপজেলার হাওরাঞ্চলে কৃষকদের সারা বছরের একমাত্র ফসল হচ্ছে বোরো ধান। আগাম বন্যা কিংবা শিলাবৃষ্টিতে তাদের কষ্টের ফসলের যেন আর কোনো ক্ষতি না হয়, সেজন্য পাকাধান ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন কৃষক। সর্বত্র ধান কাটা, মাড়াই ও ধান সেদ্ধ করে তা শুকাতে ব্যস্ত সময় পার করছেন তারা। কোথাও কৃষি শ্রমিক, কোথাও আবার সরকারের ভর্তুকি দেয়া কম্বাইন্ড হারভেস্টার মেশিন দিয়ে ধান কাটা হচ্ছে। ধান কাটা ও মাড়াই নিয়ে গোলায় তোলা হাওরাঞ্চলে কৃষকদের মাঝে এক ধরনের উৎসবের আমেজ বিরাজ করছে।

গেল কিছুদিন  আগে গরম ঝড়ো বাতাস ও শিলাবৃষ্টিতে হাওরাঞ্চলে বোরো ধানের আংশিক ক্ষতি হওয়ার পরও বেশির ভাগ হাওরে ধানের বাম্পার ফলন হওয়ায় কৃষকরা খুশি। কৃষকরা মাঠে ধান বিক্রি করছেন প্রতি মন ৮৩০-৮৫০ টাকা, ধান কাটার শুরুতেই ছিল প্রকার ভেদে মন প্রতি ৯২০-৯৫০ টাকা।

নেত্রকোনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি বোরো মৌসুমে নেত্রকোনা জেলায় ১ লাখ ৮৪ হাজার ৯৮৩ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ করা হয়েছে। এর মধ্যে শতভাগ হাওরাঞ্চল খালিয়াজুরী উপজেলায় ২০ হাজার ১০০ হেক্টর, মদন উপজেলায় ১৭ হাজার ৩৪০ হেক্টর, মোহনগঞ্জ উপজেলায় ১৭ হাজার ৪৩ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ করা হয়। ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ৭ লাখ ৬৪ হাজার ৪৯৩ টন।

নেত্রকোনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মো. হাবিবুর রহমান জানান, মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তারা কৃষকদের সময়মতো সঠিক পরামর্শ দেয়ায় এবং হিট শক ও শিলাবৃষ্টির পরও শেষদিকে আবহাওয়া অনুকূলে থাকায় হাওরাঞ্চলে এবার বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। সম্প্রতি গরম ঝড়ো হাওয়ায় হাওরাঞ্চলে ৭ হাজার ৪৪৪ হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে। আর শিলাবৃষ্টিতে ক্ষতি হয়েছে প্রায় সাড়ে চার হাজার হেক্টর জমির ফলন।

জেলা প্রশাসক কাজি মো. আব্দুর রহমান জানান, অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলের আশঙ্কায় নেত্রকোনার মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরী হাওরাঞ্চলে উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের মাঠ পর্যায়ে সার্বিক তত্ত্বাবধানে ফসলি জমিতে শতাধিক কম্বাইন্ড হারভেস্টার ও কৃষি শ্রমিকদের মাধ্যমে দ্রুতগতিতে ধান কাটা শেষ হচ্ছে। আশা করছি, হাওরাঞ্চলের কৃষকরা নির্বিঘ্নে তাদের পরিশ্রমের ফসল ভালোভাবেই ঘরে তুলতে পারছেন।
বিজয় দাস