প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতের বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল অরূপ রাহা। সাক্ষাৎকালে শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা পৌঁছে দিতে বলেন বিমান বাহিনী প্রধানকে।
মঙ্গলবার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে সাক্ষাৎ করেন তিনি।
এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী, মুখ্য সচিব আবুল কালাম আজাদ, বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা প্রমুখ।
পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এ তথ্য জানান।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব জানান, আঞ্চলিক দারিদ্র্য বিমোচনের পাশাপাশি অর্থনৈতিক কার্যক্রম বাড়াতে পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
অপরদিকে সফররত ভারতের বিমান বাহিনী প্রধান সাংবাদিকদের জানান, দুই দেশের দ্বিপাক্ষিক সর্ম্পক নতুন উচ্চতায় পৌঁছেছে। সামনের দিনগুলোতে দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও বৃদ্ধি পাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
অরূপ রাহা বলেন, প্রশিক্ষণ ও দুর্যোগ ব্যবস্থাপনাসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ-ভারত সেনাবাহিনী এক সঙ্গে কাজ করতে পারে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বের ভূয়সী প্রশংসাও করেন অরুপ রাহা।