পেশাগত, রাষ্ট্র পরিচালনা থেকে জাতীয় ও ব্যক্তি জীবনের নানা ঘটনার বিবরণ তুলে ধরতে আত্মজীবনীমূলক বই লিখেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ।
‘আমার জীবন, আমার কর্ম’ শিরোনামে সাবেক এই সেনা শাসকের লেখা গ্রন্থের মোড়ক উন্মোচন মঙ্গলবার।
জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রেস সচিব সুনীল শুভ রায় সংবাদমাধ্যমকে এতথ্য নিশ্চিত করে জানিয়েছেন, মঙ্গলবার বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে আত্মজীবনী গ্রন্থ ‘আমার জীবন, আমার কর্ম’র মোড়ক উন্মোচন করবেন সমাজবিজ্ঞানী ড. মীজানূর রহমান শেলী।
প্রকাশিতব্য এই গ্রন্থটিতে সাবেক রাষ্ট্রপতি এইচএম এরশাদের শৈশব, কৈশোর, কর্মজীবন, রাষ্ট্রপরিচালনার নানা ঘটনাপ্রবাহ থেকে সমকালীন অনেক প্রসঙ্গও স্থান পাবে বলে জানিয়েছেন প্রকাশনা সংশ্লিষ্টরা।
একইসঙ্গে ব্যক্তিগত ও দাম্পত্য জীবনের অনেক অজানা কথাও পাঠক জানতে পারবেন বইটিতে-সংশ্লিষ্টরা জানিয়েছেন এমনটিও।
প্রায় হাজার পৃষ্ঠার বইটিতে প্রকাশিত হচ্ছে আকাশ প্রকাশনী থেকে। দাম রাকা হচ্ছে এক হাজার টাকা।