আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, ‘১/১১ সময়ে আমরা যেসব সিদ্ধান্ত নিয়েছি, তাঁর প্রতিটি সিদ্ধান্ত অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করেছি। তথাকথিত সরকারকে উৎখাত করেছি। আমাদের সুনির্দিষ্ট লক্ষ্য ছিল আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনাকে জেল থেকে মুক্ত করে একটা অবাধ-সুষ্ঠু নির্বাচন করা এবং নির্বাচনে বিজয়ী হয়ে শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠন করা। আমরা আমাদের প্রতিটি সিদ্ধান্ত বাস্তবায়ন করতে সক্ষম হয়েছি।’
তিনি বলেন, ১/১১ সময়ে আওয়ামী লীগ ও বিএনপির যৌথভাবে আন্দোলনের প্রস্তাব ছিল ভয়ংকর । সেই সময়ে অনেকেই বলেছিল, আওয়ামী লীগ ও বিএনপি ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনের মাধ্যমে ওই তথাকথিত সরকারকে উৎখাত করতে। এটা ছিল একটা ভয়ংকর প্রস্তাব। আমরা এই প্রস্তাবের বাইরে ছিলাম।
সৈয়দ আশরাফ সোমবার বিকেলে ওসমানী স্মৃতি মিলনায়তনে নৌমন্ত্রী শাজাহান খান সম্পাদিত ‘রুখে দাও লেলিহান’ এবং বেনজির আহম্মদ টিটু সম্পাদিত ‘জাতীয় সংসদে শাজাহান খান এমপি’ শীর্ষক দুটি গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। সার্বিক সাহিত্য প্রকাশনী এই অনুষ্ঠানের আয়োজন করে। বাসস।
সার্বিক সাহিত্য প্রকাশনীর প্রকাশক সৈয়দা রোকেয়া বেগমের সভাপতিত্বে সভায় নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, জাসদের স্থায়ী কমিটির সদস্য সংসদ সদস্য শিরীন আখতার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, বিশিষ্ট সাংবাদিক আবেদ খান, মুক্তিযোদ্ধা ইসমত কাদির গামা প্রমুখ বক্তব্য দেন।
জনপ্রশাসনমন্ত্রী আরো বলেন, ‘আমাদের মূল লক্ষ্য ছিল, এ দেশে গণতন্ত্র ফিরিয়ে আনা। আন্দোলনের মাধ্যমে আমরা তা ফিরিয়ে আনতে সক্ষম হয়েছি। আমরা আমাদের লক্ষ্য থেকে একটুও সরে যাইনি।’
শাজাহান খান বলেন, যতদিন পর্যন্ত বাংলাদেশকে জঙ্গিবাদী সন্ত্রাসীদের হাত থেকে মুক্ত করতে না পারব, ততদিন পর্যন্ত আমরা তাদের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাব। যুদ্ধাপরাধীদের বিচার করে আমরা বাংলাদেশকে কলঙ্কমুক্ত করব।
মানবকণ্ঠ