হাওর বার্তা ডেস্কঃ মোদি বিরোধী মিছিলে গুলি করে চট্টগ্রামে চারজনসহ দশ কর্মীকে হত্যার প্রতিবাদে সকাল-সন্ধ্যা হরতালের সমর্থনে পটিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন হেফাজতে ইসলামের নেতা-কর্মীরা।
রোববার ফজরের নামাজের পর থেকে উপজেলার ডাকবাংলো মোড় এলাকায় সড়ক অবরোধ করেন তারা। শত শত নেতাকর্মী রাস্তায় স্লোগান দিচ্ছেন। এতে সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে।
পটিয়া থানার পরিদর্শক (তদন্ত) মিনহাজ মাহমুদ সাংবাদিকদের বলেন, যানবাহন চলাচল স্বাভাবিক করতে চেষ্টা চলছে। কেউ যাতে কোনো ধরনের নাশকতা করতে না পারে সে বিষয়ে নজরদারি বাড়ানো হয়েছে।
এদিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন এই সড়কের যাত্রীরা।
পটিয়ায় হেফাজত কর্মীদের চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ
-
Reporter Name
- আপডেট টাইম : ০১:৫৭:৪২ অপরাহ্ন, রবিবার, ২৮ মার্চ ২০২১
- ১৬১ বার