হাওর বার্তা ডেস্কঃ মার্চ মাসেই পুরোদমে শুরু হয়ে গেছে গ্রীষ্মের তাণ্ডব। তাপমাত্রার পারদ বাড়তে শুরু করেছে প্রতিদিন।ফ্যান চালিয়েও কাজ হচ্ছে না। ইলেকট্রিক বিলের কথা ভেবে অনেকে এসি লাগাতে পারছেন না্। তবে ঘরোয়া কিছু টিপস মেনে চললে ঘর ঠাণ্ডা রাখা সম্ভব। চলুন জেনে নেওয়া যাক।
টিউব লাইট-এ ঘর গরম হয়। সম্ভব হলে কম আলোর এলইডি আলো ব্যবহার করুন।ঘরে ভেন্টিলেটর থাকলে, ভালে করে সেটিকে পরিষ্কার করে রাখুন৷ কাঠের জানলা হলে সমস্যা নেই। কিন্তু জানলা যদি কাঁচের হয় তবে গাঢ় রঙের পর্দা ব্যবহার করুন। হালকা রঙের পর্দা সূর্ষের হলকা আটকায় না। জানলায় বা বারান্দায় ব্যবহার করুন খেসের পর্দা। খেস একরকমের ঘাস, তাপ আটকাতে মোক্ষম। মোটা চাদর পানিতে ভিজিয়ে, শুকিয়ে নিয়ে, অল্প স্যাঁতসেতে ভাবটা রেখে পর্দার গায়ে সেঁটে দিতে পারেন। খসখসের বিকল্প হিসেবে ভাল কাজ করে।
বিছানার চাদর, বেডকভার ব্যবহার করুন হালকা রঙের পাতলা সুতির কাপড়ের। গদির মাঝখানে একটা মাদুর পেতে রাখলে বিছানার গরম অনেকটাই কমে যাবে। তুলা তাপ টানে এজন্য তুলার পরিবর্তে বাজরা ব্যবহার করুন। ঘর মোছার সময় পানির মধ্যে লবণ মিশিয়ে ঘর মুছুন, ঘরের তাপমাত্রা অনেকটাই কমবে।