হাওর বার্তা ডেস্কঃ কিশোরগঞ্জের মিঠামইনে মোটরযান ও ইজিবাইক চালকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ মার্চ) বিকালে এই প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক।
আমার সামনে প্রায় পাঁচ শতাধিক সিএনজি, অটোরিক্সা, থ্রিহুইলারসহ ছোট ছোট যানবাহনের চালকরা রয়েছে। তারা মনোযোগ সহকারে এ প্রশিক্ষণে অংশ নিচ্ছে।
ইজিবাইকের কোন বৈধতা নেই। ১৮ বছরের নিচে কেউ গাড়ী চালাতে পারবে না। রাস্তায় ট্রাফিকরা এ সকল বিষয়ে খোঁজখবর নিবে। রাস্তায় চলতে গেলে ট্রাফিক আইন মানতে হবে।
রাষ্ট্রপতি আবদুল হামিদ অডিটরিয়ামে অনুষ্ঠিত প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী পুলিশ সুপার (সার্কেল) এ এস এম শাহজাহান।
কর্মশালায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, জেলা পরিষদের সদস্য বাবু সমীর কুমার বৈষ্ণব, ওসি মো. জাকির রব্বানী, এসআই নজরুল ইসলাম প্রমুখ।
এতে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন টিআই মো. শাহজাহান মিয়া ও টিআই আব্দুল হামিদ।