হাওর বার্তা ডেস্কঃ নিকলীতে এবার ভুট্টার আবাদ বেড়েছে। কম খরচে অধিক লাভবান হওয়ায় কৃষকরা ভুট্টা আবাদে ঝুঁকছেন। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, এবছর ৫ হাজার ৩৭৫ একর জমিতে ভুট্টার আবাদ হয়েছে। গত বছর দুই হাজার ৫০ একর জমিতে ভুট্টা আবাদ হয়েছিল।
কৃষক স্বপন মিয়া বলেন, ‘কয়েক বছর ধরে বোরো ধান চাষ করে ক্ষতিগ্রস্ত হয়েছি। তাই এবছর ১২ একর ধানের জমিতে ভুট্টা চাষ করেছি।’ কৃষক সুনামদ্দিন মিয়া বলেন, ‘ভুট্টা চাষে লাভ বেশি।’ উপজেলা কৃষি কর্মকর্তা মো. বেলায়েত হোসেন বলেন, ‘আবহাওয়া অনুকূলে থাকায় ভুট্টার ফলন ভালো হবে।’