অষ্টগ্রামে পিএসসি গার্ডার ব্রীজ নির্মাণ কাজ উদ্বোধন করেছেন এমপি তৌফিক

হাওর বার্তা ডেস্কঃ অষ্টগ্রাম উপজেলার বিলমাকসা নদীর উপর অষ্টগ্রাম-বাধাঘাট-কলমা সড়কে ২৮২০মিটার চেইনেজে ৪৫০মিটার দৈর্ঘ্য পিএসসি গার্ডার ব্রীজ নির্মাণ কাজ উদ্বোধন করেছেন কিশোরগঞ্জ-৪ আসনের সাংসদ প্রকৌশলী রেজওয়ান আহাম্মদ তৌফিক।

সোমবার ( ১৫ মার্চ) উপজেলার পূর্ব অষ্টগ্রাম ইউনিয়নের বাধাঘাট এলাকায় ব্রীজ নির্মাণ কাজ উদ্বোধন উপলক্ষ্যে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ব্রীজ নির্মাণ কাজ উদ্বোধন করেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য প্রকৌশলী রেজওয়ান আহাম্মদ তৌফিক।


স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর অষ্টগ্রাম কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এলজিইডি কিশোরগঞ্জের নির্বাহী প্রকৌশলী আমিনুর রহমান।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অষ্টগ্রাম উপজেলা নির্বাহী অফিসার রফিকুল আলম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফজলুল হক হায়দারী বাচ্চু, সরকারী রোটারী ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোজতবা আরিফ খান, উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মানিক কুমার দেব ও পূর্ব অষ্টগ্রাম ইউপি চেয়ারম্যান কাছেদ মিয়া, উপজেলা প্রকৌশলী গোলাম সামদানী।

উল্লেখ্য, বিল মাকশা নদীর উপর ৭৭,কোটি ৮৯ লাখ,৭৫ হাজার,৭৯৯  টাকা ব্যয়ে নির্মিত ও ৪৫০মিটার দৈর্ঘ্য পিএসসি গার্ডার ব্রীজটির নির্মাণ কাজ শেষ হলে উপজেলা সদরের সাথে সড়ক পথে কলমা, আদমপুর ও খয়েরপুর-আব্দুল্লাহপুর এই তিনটি ইউনিয়নের সরাসরি যোগাযোগ স্থাপিত হবে।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর