ঢাকা ০২:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

মার্চে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি জাবি শিক্ষার্থীদের

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:০৯:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২১
  • ১৫৭ বার

হাওর বার্তা ডেস্কঃ মার্চের শুরুতেই দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিয়ে শিক্ষা কার্যক্রম স্বাভাবিক করার দাবিতে মানববন্ধন করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার সংলগ্ন সড়কে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনের শুরুতে বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী আল মাহমুদ শাফির মৃত্যুতে শোক প্রকাশ করে এক মিনিট নীরবতা পালন করা হয়। এ সময় শিক্ষার্থীরা ১ মার্চের মধ্যে শিক্ষার্থীদের করোনার টিকা দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি জানান। এজন্য সরকারকে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্তকে পুনর্বিবেচনার দাবি করেন তারা।

রসায়ন বিভাগের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী ইকবাল হোসাইনের সঞ্চালনায় মানববন্ধনে বাংলা বিভাগের ৪৬তম ব্যাচের শিক্ষার্থী জহির ফয়সাল বলেন, ‘আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৪৬তম ব্যাচের শিক্ষার্থীরা ২৬ মাস যাবত একই বর্ষে রয়েছি। এটি অত্যন্ত লজ্জা এবং বেদনার। সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।’

আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী আরিফ সোহেল বলেন, ‘প্রত্যন্ত অঞ্চলে থাকায় অনেকেই অনলাইন ক্লাসে অংশগ্রহণ করতে পারে না। শিক্ষাপ্রতিষ্ঠান দীর্ঘদিন বন্ধ থাকায় সেশনজট ভয়াবহ আকার ধারণ করেছে। শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে করোনা বাধা হলে আবাসিক শিক্ষার্থীদের টিকা দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হোক। পরবর্তীতে ধাপে ধাপে অন্যদেরও টিকা দিয়ে সকল শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হোক।’

এ সময় দর্শন ছাত্র সংসদের সাধারণ সম্পাদক রিহাজুল ইসলাম রিহান বলেন, ‘শিক্ষা একটি জাতির মস্তিষ্কের খোরাক। এখন শিক্ষাব্যবস্থাকে বন্ধ রেখে জাতিকে বন্ধ্যা করা হচ্ছে। এভাবে আর কতদিন বসে থাকবো। শিক্ষাপ্রতিষ্ঠানে টিকাদান কর্মসূচি আরও দ্রুত সম্পন্ন করা হোক। অন্যথায়, সারাদেশের শিক্ষার্থীরা একত্র হয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

মার্চে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি জাবি শিক্ষার্থীদের

আপডেট টাইম : ০৩:০৯:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২১

হাওর বার্তা ডেস্কঃ মার্চের শুরুতেই দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিয়ে শিক্ষা কার্যক্রম স্বাভাবিক করার দাবিতে মানববন্ধন করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার সংলগ্ন সড়কে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনের শুরুতে বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী আল মাহমুদ শাফির মৃত্যুতে শোক প্রকাশ করে এক মিনিট নীরবতা পালন করা হয়। এ সময় শিক্ষার্থীরা ১ মার্চের মধ্যে শিক্ষার্থীদের করোনার টিকা দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি জানান। এজন্য সরকারকে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্তকে পুনর্বিবেচনার দাবি করেন তারা।

রসায়ন বিভাগের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী ইকবাল হোসাইনের সঞ্চালনায় মানববন্ধনে বাংলা বিভাগের ৪৬তম ব্যাচের শিক্ষার্থী জহির ফয়সাল বলেন, ‘আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৪৬তম ব্যাচের শিক্ষার্থীরা ২৬ মাস যাবত একই বর্ষে রয়েছি। এটি অত্যন্ত লজ্জা এবং বেদনার। সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।’

আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী আরিফ সোহেল বলেন, ‘প্রত্যন্ত অঞ্চলে থাকায় অনেকেই অনলাইন ক্লাসে অংশগ্রহণ করতে পারে না। শিক্ষাপ্রতিষ্ঠান দীর্ঘদিন বন্ধ থাকায় সেশনজট ভয়াবহ আকার ধারণ করেছে। শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে করোনা বাধা হলে আবাসিক শিক্ষার্থীদের টিকা দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হোক। পরবর্তীতে ধাপে ধাপে অন্যদেরও টিকা দিয়ে সকল শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হোক।’

এ সময় দর্শন ছাত্র সংসদের সাধারণ সম্পাদক রিহাজুল ইসলাম রিহান বলেন, ‘শিক্ষা একটি জাতির মস্তিষ্কের খোরাক। এখন শিক্ষাব্যবস্থাকে বন্ধ রেখে জাতিকে বন্ধ্যা করা হচ্ছে। এভাবে আর কতদিন বসে থাকবো। শিক্ষাপ্রতিষ্ঠানে টিকাদান কর্মসূচি আরও দ্রুত সম্পন্ন করা হোক। অন্যথায়, সারাদেশের শিক্ষার্থীরা একত্র হয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।’