এশিয়া কাপ ও টি ২০ বিশ্বকাপের প্রস্তুতি নেয়ার জন্য টাইগাররা এখন চট্টগ্রামে। সোমবার সকালে বন্দরনগরীতে পৌঁছে দল। সাকিব, তামিম ও মুশফিক পিএসএলে খেলতে আরব আমিরাতে। তারা পরে দলের সঙ্গে যাগ দেবেন। নয় দিনের কন্ডিশনিং ক্যাম্প চলবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। রোববার রাতে বেসরকারি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবরতণ করেন টাইগাররা। সেখান থেকে হোটেল র্যাডিসন ব্লু’তে। কাল দুপুরে অনুশীলনে অংশ নেন মাহমুদউল্লাহ রিয়াদ, নাসির হোসেন, সৌম্য
সরকার, আবু হায়দার রনি, ইমরুল কায়েস, শুভাগত হোম, তাসকিন আহমেদ ও রাব্বি।
কন্ডিশনিং ক্যাম্পের প্রথম দিন টাইগারদের কেউ সাংবাদিকদের সঙ্গে কথা বলেননি। বিসিবি মিডিয়া কমিটির সচিব ও চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আলহাজ আলী আব্বাস বলেন, ‘এশিয়া কাপ ও টি ২০ বিশ্বকাপকে সামনে রেখে বাংলাদেশ দলের কন্ডিশনিং ক্যাম্প চট্টগ্রামে চলবে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত। ১৭ ফেব্রুয়ারি তারা ঢাকায় ফিরে যাবেন।’