কলমাকান্দা বাজারে আগুনে পুড়ে ৫ টি দোকান ভস্মিভূত, কোটি টাকার ক্ষয়ক্ষতি

বিজয় দাস নেত্রকোনাঃ নেত্রকোণার সীমান্তে কলমাকান্দা সদরে শুক্রবার ভোররাতে আগুন লেগে ১টি বাসাসহ ৫ টি দোকান পুড়ে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

কলমাকান্দা ফায়ার সার্ভিস ও স্থানীয়দের ঘণ্টাব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে । এতে ব্যাপক ক্ষয়-ক্ষতি হাত থেকে পুরো বাজার রক্ষা পেলেও আগুনের লেলিহান শিকায় ৫ ব্যাবসায়ির ভবিষ্যত অন্ধকার হয়ে গেছে।

প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা যায়, কলমাকান্দা বাজারে শুক্রবার মধ্য রাতে চাউল মহাল সংলগ্ন সুধাংশ সরকারের মুদির দোকান থেকে এ আগুনের উৎপত্তি হয়।

খবর পেয়ে কলমাকান্দা ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে । পরে শুক্রবার রাত ৩ টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে ভুক্তভোগী কাজল মাস্টারের বাসা ও সুধাংশ সরকারের মুদির দোকান, গোডাউনসহ সহ ৫টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে যায়। পাশে থাকা আরো ৮/১০ টি দোকানঘর আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে।

কলমাকান্দা ফায়ার সার্ভিসের ইনচার্জ মো. রফিকুল ইসলাম জানান, প্রাথমিক ধারণা করা হচ্ছে বৈদ্যুতির শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ড ঘটনা ঘটতে পারে। এ আগুনে প্রায় কোটি টাকার ক্ষতি সাধিত হয়েছে ।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর