সার্বিক মূল্যস্ফীতির হার জানুয়ারিতে কিছুটা কমলেও খাদ্য বহির্ভূত খাতে মূল্যস্ফীতি অনেক বেড়েছে। গতমাসে সার্বিক মূল্যস্ফীতির হার ৬ দশমিক ০৭ শতাংশ। আর খাদ্য বহির্ভূত খাতে ৮ দশমিক ৭৪ শতাংশ। প্রবৃদ্ধি বেড়ে যাওয়ায় মাথাপিছু আয় ১৩১৪ থেকে বৃদ্ধি পেয়ে এখন ১৩১৬ ডলার বলে জানিয়েছে পরিসংখ্যান ব্যুরো।
আজ সকালে পরিকল্পনা কমিশনে একনেক সভা শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের এ তথ্য জানান।
বিবিএসের এই তথ্য জানিয়ে মন্ত্রী বলেন, জানুয়ারি মাসে বাড়ি ভাড়া, বাচ্চাদের স্কুলে ভর্তি খরচ খাতে ব্যয় বৃদ্ধি পায়। তাই খাদ্য বহির্ভূত খাতে মু্ল্যস্ফীতির হার বেড়েছে। তবে সার্বিক হার আরো কমবে বলে আমাদের প্রত্যাশা ছিল। খাদ্য বহির্ভূত খাতে মূল্যস্ফীতির হার শহরে ৯ দশমিক ২৫ শতাংশ ও গ্রামে ৮ দশমিক ৩৭ শতাংশ।