মায়ার বাঁধন

ড. গোলসান আরা বেগম
সুর্য তুমি ফিরাও আলোক রশ্মি
চন্দ্র তুমি লুকাও তোমার মুখ
তোমরা কেউ তো বুঝ না
পৃথিবীর মায়ার বাঁধন সুখ দুখ।
বোকা কবি লিখে কাব্য চন্দ্রের পিঠে
উড়ায় মায়ের আঁচল কল্পকথায়
চাঁদের বুড়ি চড়কায় বুনে রাতের বিছানা
লালিমা ঢেলে সূর্য যখন হারায়।
মুঠো মুঠো রোদে ভরে থাকে ওঠান
চৈতালি হাওয়ায় ভাসে পলাশের সুভাস
শিউলি তলায় দু’পা তুলে নাচে মৌ
কত না সাত রঙ্গে মাখা পৃথিবীর আবাস।
আলো আধাঁরে সিক্ত কামরাঙ্গা জলে
জোনাক জ্বলা আধাঁর ঘণ সন্ধ্যা কালে
করুণ সুরে জিজি পোকা ডাকে কারে
পৃথিবী ঘুমায় মিহি সূঁতার মায়া জালে।
কেউ কারো নয়, বাহু ডোড়ে শুধু ধরে রাখে
যা কিছু অর্জন, বর্জন, সঞ্চয়ন ধূলিবালি
উড়ায় বধির পৃথিবী। চাঁদ সূর্য হবে না সাথী
সুখের মুক্তা ফেলে হাত দু’টো হবে খালি।
বহু টুকরো কথার ফুল ঝুড়ি পায়ের ছাপ
বুকে ভরে দুঃখ ভারাক্রান্ত বুড়ু পৃথিবী
আর কতো কাল বয়ে বেড়াবে নীরবে
ঘুমিয়ে পড়বে জেগে থাকবে নিরবধি।
পাহাড় ঘুমায় না, সাগর ছুটে চলে
আকাশ চেয়ে থাকে প্রিয়ার খোঁজে
কাঁচা রোদ ছুঁয়ে সূর্য ওঠে প্রতিদিন
কারো সুখ দুঃখ কেউ কি বোঝে?
Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর