হাওর বার্তা ডেস্কঃ ভালোবাসা সপ্তাহের আজ পঞ্চম দিন। প্রতিবছর ১১ ফেব্রুয়ারি বিশ্ব প্রমিস ডে হিসেবে পালিত হয়। আজ কথা রাখার দিন।
এ দিনটি স্মরণীয় করে রাখতে প্রিয়জন কিংবা নিজেকেই প্রমিস করুন। যদি নিজের প্রতি আপনার কোনো অভিযোগ থাকে; তাহলে আজকের দিন থেকেই তা শুধরে নিন।
মহামারির এ সময় আমরা সবাই অনুধাবন করেছি স্বাস্থ্য কতটা মূল্যবান সম্পদ। সেটা মাথায় রেখেই বিশ্ব প্রমিস ডে’তে নিজেকে প্রমিস করুন আরও সুন্দরভাবে বেঁচে থাকার।
যদিও প্রমিস করা সহজ, তবে তা রক্ষা করা কঠিন। তাই বুঝে শুনে প্রমিস করুন প্রিয়জন কিংবা নিজের সঙ্গে। এজন্য আজকের এ দিনে যা করবেন জেনে নিন-
>> প্রমিস করুন কখনও নিজের প্রতি বিশ্বাস হারাবেন না। অন্যদের প্রতিও বিশ্বাস, ভালোবাসা বাড়বে।
>> আরও প্রমিস করুন অতীতের সবকিছু খুলে জীবনে খুশি থাকবেন, উপভোগ করবেন। নিজেকে কখনও ছোট বা অবহেলা করবেন না। ছোট ছোট সাফল্য, জয় উদযাপন করুন।
>> প্রিয়জনের হাত ধরে আজকের দিনে কথা দিন, সবসময় তার পাশে থাকবেন। শত বাঁধা অতিক্রম করে হলেও নিজেদের মধ্যে বোঝাবুঝি ঠিক রাখবেন।
>> প্রমিস করুন ভালোবাসার মানুষদের, কাছের মানুষদের সময় দেবেন, তাদের গুরুত্ব দেবেন। পরিবারকে গুরুত্ব দেবেন। প্রেমকে গুরুত্ব দেবেন।
>> আজকের দিনে নিজে ওয়াদাবদ্ধ হন, সব সময় সৎ থাকবেন। তাহলেই নিজেকে গ্রহণ করতে পারবেন সহজে। কঠিন পথে চললেই জীবনে সাফল্য আসে না। এজন্য সবসময় সহজ পথটাই বেছে নিন।
>> নিজের সঙ্গে সময় কাটান। নিজের পছন্দের কাজের মধ্যে নিজেকে ব্যস্ত রাখুন। গান শুনুন, বেড়াতে যান। পরে কাছের মানুষের সঙ্গে নানা প্ল্যান করতে পারেন। পরিকল্পনা করতে থাকলে একটা পজিটিভ এনার্জি কাজ করে।