ঢাকা ০৬:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

উচ্চশিক্ষার সুযোগ আগের মতোই থাকছে: শিক্ষামন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৪২:২৪ অপরাহ্ন, শনিবার, ৩০ জানুয়ারী ২০২১
  • ১৫৯ বার

হাওর বার্তা ডেস্কঃ শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, উচ্চশিক্ষার ক্ষেত্রে গত বছর যে সুযোগ ছিল, এবারও ততটুকুই থাকছে। তাতে যারা জিপিএ-৫ পেয়েছে তারাসহ সবাইকেই এই পর্যায়ে ভর্তি পরীক্ষা দিতে হবে। মেধার পরিচয় দিয়েই তারা ভর্তির সুযোগ পাবে।

শনিবার (৩০ জানুয়ারি) এইচএসসি ও সমমানে ফল ঘোষণা শেষে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ ফল ঘোষণার কার্যক্রম উদ্বোধন করেন।

শিক্ষামন্ত্রী ছাড়াও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, শিক্ষা সচিব মো. মাহবুব হোসেন, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. আমিনুল ইসলাম খানসহ বিভিন্ন বোর্ডের চেয়ারম্যান ও সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা এসময় উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী তার সামনে থাকা বাটন চেপে এ ফল ঘোষণার কার্যক্রম উদ্বোধন ঘোষণা করেন। এর আগে, আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে শিক্ষা বোর্ড চেয়ারম্যানদের কাছ থেকে প্রধানমন্ত্রীর পক্ষে ফল গ্রহণ করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

করোনার কারণে গত বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা বাতিল করে সরকার। জেএসসি ও জেডিসি পরীক্ষার ফল গড় করে এইচএসসির ফল ঘোষণা করা হয়েছে।

সদ্য ঘোষিত এইচএসসি ও সমমানে ১৩ লাখ ৬৫ হাজার ৭৮৯ শিক্ষার্থীর সবাই পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে এক লাখ ৬১ হাজার ৮০৭ জন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

উচ্চশিক্ষার সুযোগ আগের মতোই থাকছে: শিক্ষামন্ত্রী

আপডেট টাইম : ০২:৪২:২৪ অপরাহ্ন, শনিবার, ৩০ জানুয়ারী ২০২১

হাওর বার্তা ডেস্কঃ শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, উচ্চশিক্ষার ক্ষেত্রে গত বছর যে সুযোগ ছিল, এবারও ততটুকুই থাকছে। তাতে যারা জিপিএ-৫ পেয়েছে তারাসহ সবাইকেই এই পর্যায়ে ভর্তি পরীক্ষা দিতে হবে। মেধার পরিচয় দিয়েই তারা ভর্তির সুযোগ পাবে।

শনিবার (৩০ জানুয়ারি) এইচএসসি ও সমমানে ফল ঘোষণা শেষে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ ফল ঘোষণার কার্যক্রম উদ্বোধন করেন।

শিক্ষামন্ত্রী ছাড়াও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, শিক্ষা সচিব মো. মাহবুব হোসেন, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. আমিনুল ইসলাম খানসহ বিভিন্ন বোর্ডের চেয়ারম্যান ও সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা এসময় উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী তার সামনে থাকা বাটন চেপে এ ফল ঘোষণার কার্যক্রম উদ্বোধন ঘোষণা করেন। এর আগে, আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে শিক্ষা বোর্ড চেয়ারম্যানদের কাছ থেকে প্রধানমন্ত্রীর পক্ষে ফল গ্রহণ করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

করোনার কারণে গত বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা বাতিল করে সরকার। জেএসসি ও জেডিসি পরীক্ষার ফল গড় করে এইচএসসির ফল ঘোষণা করা হয়েছে।

সদ্য ঘোষিত এইচএসসি ও সমমানে ১৩ লাখ ৬৫ হাজার ৭৮৯ শিক্ষার্থীর সবাই পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে এক লাখ ৬১ হাজার ৮০৭ জন।