:মুক্তিযোদ্ধার স্ত্রী হাবেলা বেগম/ছবি: বহুমাত্রিক.কম
কুড়িগ্রাম : কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার পশ্চিম রাজিবপুর গ্রামের অসুস্থ মুক্তিযোদ্ধা মজিবুর রহমানের কন্যাকে চাকরি দেয়ার নামে লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ করেছেন ভূক্তভোগী|
প্রতারণার শিকার ওই মুক্তিযোদ্ধার কন্যা প্রতিকার চেয়ে রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর অভিযোগ দিয়েছেন।
অভিযোগে জানা যায়, অসুস্থ মুক্তিযোদ্ধার স্ত্রী হাবেলা বেগম (৭০) এর নিকট প্রতারক চক্রের দালাল রেজা বাড়ীতে গিয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি হয়েছে জানিয়ে তাদের মেয়ে মমতাজ আবেদন করেছেন কিনা জানতে চান। এসময় শতভাগ চাকরির নিশ্চয়তা দিয়ে ওই প্রতারক এক লাখ টাকা হাতিয়ে নেয়।
পরে দীর্ঘ সময় অতিবাহিত হলেও চাকরি না হওয়ায় প্রতারিত ওই পরিবারটি টাকা ফেরত পেতে উপজেলা নির্বাহী কর্মকর্তার শরণাপন্ন হন।