হাওর বার্তা ডেস্কঃ কিশোরগঞ্জের মিঠামইনে নির্মাণাধীন সেনানিবাসের প্রাথমিক কাজ পরিদর্শন করেছেন রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাউদ্দিন ইসলাম ও রাষ্ট্রপতির সচিব সম্পদ বড়ুয়া সহ ১১ সদস্যের একটি প্রতিনিধি দল। বৃহস্পতিবার (২১ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে সেনাবাহিনীর একটি হেলিকপ্টারে করে তারা মিঠামইন হেলিপ্যাডে অবতরণ করেন।
সেখানে ফুল দিয়ে অতিথিদের অভ্যর্থনা জানানো হয়। পরে তারা উপজেলা সদরের ঘোড়াউত্রা নদীর তীরে সেনানিবাস এলাকা পরিদর্শনে যান।
নির্মাণাধীন সেনানিবাস পরিদর্শন শেষে প্রতিনিধি দলের সদস্যরা ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম ৩৫ কিলোমিটার অলওয়েদার সড়ক পরিদর্শন করেন।
এ সময় প্রতিনিধি দলের সদস্য ও অন্যদের মধ্যে রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব (জনবিভাগ) সম্পদ বড়ুয়া, রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাউদ্দিন ইসলাম, রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন, সচিব (সংযুক্ত জনবিভাগ) মো. ওয়াহিদুল ইসলাম খান, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলাম, রাষ্ট্রপতির সহোদর অধ্যক্ষ মো. আবদুল হক নূরু, রাষ্ট্রপতির সহকারী সামরিক সচিব কর্ণেল রাজু আহমেদ, স্থপতি হাসান কবীর, জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম, পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার), মিঠামইন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আছিয়া আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রভাংশু সোম মহান, জেলা পরিষদের সদস্য সমীর কুমার বৈষ্ণব, সদর ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট শরীফ কামাল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. শাহজাহান মিয়া, তমিজা খাতুন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আবেদা আক্তার জাহান প্রমুখ পরিদর্শনে অংশ নেন।
পরিদর্শন শেষে তারা মিঠামইন সদরের কামালপুর গ্রামে রাষ্ট্রপতির বাড়িতে যান। মধ্যাহ্ণভোজ শেষে প্রতিনিধি দলটি ঢাকার উদ্দেশ্যে মিঠামইন ত্যাগ করেন।