হাওর বার্তা ডেস্কঃ আগামী ২৮ জানুয়ারির মধ্যে এইচএসসি ও সমমানের রেজাল্ট প্রকাশ করা হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, এইচএসসি পরীক্ষার ফল প্রকাশে সংশোধিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড আইন অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এখন আর অধ্যাদেশ হচ্ছে না। সংশোধিত আইনের খসড়া আগামী ১৮ জানুয়ারি সংসদের শীতকালীন অধিবেশনে উপস্থাপন ও পাসের পর এইচএসসির ফলাফল প্রকাশ করা হবে। সংসদ অধিবেশন ১০ দিন চলবে। আশা করি এ সময়ের মধ্যে পাস হবে, এরপর রেজাল্ট প্রকাশ করা হবে।