নারায়ণগঞ্জ বন্দরের উত্তর লক্ষণখোলা এলাকায় বুধবার অভিযান চালিয়ে ২৭টি হরিণ উদ্ধার করেছে র্যাব। এ সময় অবৈধভাবে হরিণ রাখার অপরাধে ২ ব্যক্তিকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। র্যাব উদ্ধারকৃত হরিণগুলি ফরেস্ট অফিসার রবিউল হকের কাছে হস্তান্তর করেছে।
নারায়ণগঞ্জ আদমজী নগর কোম্পানির র্যাব-১১ অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল আনোয়ার লতিফ খানের নেতৃত্বে ও এএসপি আলেপের তত্ত্বাবধানে বুধবার বিকেল ৫টায় এ অভিযান চালানো হয়। এ সময় নারায়ণগঞ্জ বন্দরের উত্তর লক্ষণখোলা এলাকার মাসুম শেখের বাড়ি থেকে ২১টি হরিণ ও তালতলা এলাকার এমদাদ হোসেনের সুতা তৈরির কারখানা থেকে ৬টি হরিণ উদ্ধার করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মাসুম শেখকে ২ লাখ টাকা ও এমদাদ হোসেনকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেন।
র্যাব-১১’র অধিনায় লেফটেনেন্ট কর্নেল আনোয়ার লতিফ খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বন্দরের লক্ষণখোলা এলাকায় অভিযান চালিয়ে মাসুম শেখের বাড়ি থেকে ২১টি এবং নিকটস্থ তালতলা এলাকায় এমদাদ হোসেনের সুতার কারখানা থেকে ৬টি হরিণ উদ্ধার করা হয়।
নারায়ণগঞ্জ আদমজী নগর কোম্পানির র্যাব-১১ অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল আনোয়ার লতিফ খানের নেতৃত্বে ও এএসপি আলেপের তত্ত্বাবধানে বুধবার বিকেল ৫টায় এ অভিযান চালানো হয়। এ সময় নারায়ণগঞ্জ বন্দরের উত্তর লক্ষণখোলা এলাকার মাসুম শেখের বাড়ি থেকে ২১টি হরিণ ও তালতলা এলাকার এমদাদ হোসেনের সুতা তৈরির কারখানা থেকে ৬টি হরিণ উদ্ধার করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মাসুম শেখকে ২ লাখ টাকা ও এমদাদ হোসেনকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেন।
র্যাব-১১’র অধিনায় লেফটেনেন্ট কর্নেল আনোয়ার লতিফ খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বন্দরের লক্ষণখোলা এলাকায় অভিযান চালিয়ে মাসুম শেখের বাড়ি থেকে ২১টি এবং নিকটস্থ তালতলা এলাকায় এমদাদ হোসেনের সুতার কারখানা থেকে ৬টি হরিণ উদ্ধার করা হয়।