ঢাকা ০১:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

পুত্রবধূর পরকীয়া প্রেমিকের কান কামড়ে ছিঁড়ে নিলেন শ্বশুর

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫৯:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫
  • ২৬ বার

শ্রীনগরে পুত্রবধূর পরকীয়া প্রেমিকের কান কামড়িয়ে ছিঁড়ে নিয়েছেন শ্বশুর।

বুধবার বিকাল ৫টার দিকে উপজেলার বাড়ৈখালী গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা আহত প্রেমিক মাদ্রাসাশিক্ষক শরিফুল ইসলামকে (৩০) উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা ইএনটি   হাসপাতালে পাঠিয়েছেন।

শরিফুল ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার কাশিনাথপুর এলাকার হাজি আ. ছাত্তারের ছেলে। তিনি ঢাকার নবাবগঞ্জ উপজেলার আগলার গোলাম মহিউদ্দিন নামক একটি মাদ্রাসার শিক্ষক।

পুলিশ সূত্রে জানা যায়, গালিমপুর এলাকার ৭ বছরের এক ছাত্রীকে শরিফুল ইসলাম বাড়িতে গিয়ে প্রাইভেট পড়ানোর সুবাদে শিক্ষার্থীর মায়ের সঙ্গে তার পরকীয়ার সম্পর্ক গড়ে উঠে। এ ঘটনাটি এলাকায় জানাজানি হলে শ্বশুর বাড়ির লোকজন ওই গৃহবধূকে গত মঙ্গলবার তার বাবার বাড়ি বাড়ৈখালীতে পাঠিয়ে দেন। বুধবার দুপুরে সংবাদ পেয়ে শরিফুল বাড়ৈখালীতে গিয়ে উপস্থিত হন। পরে স্থানীয়রা তাকে আটক করেন ও মাথার চুল কেটে দেন। বিষয়টি ওই পুত্রবধূর শ্বশুর জানতে পেরে বিকাল ৫টার দিকে পুত্রবধূর বাড়ি বাড়ৈখালীতে যান।

এ সময় স্থানীয় সাবেক ইউপি চেয়ারম্যান সেলিম তালুকদারের উপস্থিতিতে পুত্রবধূ শ্বশুর ক্ষিপ্ত হয়ে শরিফুলের ডান কান কামড়িয়ে ছিঁড়ে ফেলেন। পরে স্থানীয়রা শরিফুলকে উদ্ধার করে চিকিৎসার জন্য দ্রুত ঢাকায় ইএনটি হাসপাতাল নিয়ে ভর্তি করেন।

শ্রীনগর থানার ওসি মো. শাকিল আহম্মেদ বলেন, শুনেছি আহত মাদ্রাসাশিক্ষক ঢাকায় চিকিৎসাধীন আছেন। চিকিৎসা শেষে ভিকটিমের অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

পুত্রবধূর পরকীয়া প্রেমিকের কান কামড়ে ছিঁড়ে নিলেন শ্বশুর

আপডেট টাইম : ১০:৫৯:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫

শ্রীনগরে পুত্রবধূর পরকীয়া প্রেমিকের কান কামড়িয়ে ছিঁড়ে নিয়েছেন শ্বশুর।

বুধবার বিকাল ৫টার দিকে উপজেলার বাড়ৈখালী গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা আহত প্রেমিক মাদ্রাসাশিক্ষক শরিফুল ইসলামকে (৩০) উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা ইএনটি   হাসপাতালে পাঠিয়েছেন।

শরিফুল ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার কাশিনাথপুর এলাকার হাজি আ. ছাত্তারের ছেলে। তিনি ঢাকার নবাবগঞ্জ উপজেলার আগলার গোলাম মহিউদ্দিন নামক একটি মাদ্রাসার শিক্ষক।

পুলিশ সূত্রে জানা যায়, গালিমপুর এলাকার ৭ বছরের এক ছাত্রীকে শরিফুল ইসলাম বাড়িতে গিয়ে প্রাইভেট পড়ানোর সুবাদে শিক্ষার্থীর মায়ের সঙ্গে তার পরকীয়ার সম্পর্ক গড়ে উঠে। এ ঘটনাটি এলাকায় জানাজানি হলে শ্বশুর বাড়ির লোকজন ওই গৃহবধূকে গত মঙ্গলবার তার বাবার বাড়ি বাড়ৈখালীতে পাঠিয়ে দেন। বুধবার দুপুরে সংবাদ পেয়ে শরিফুল বাড়ৈখালীতে গিয়ে উপস্থিত হন। পরে স্থানীয়রা তাকে আটক করেন ও মাথার চুল কেটে দেন। বিষয়টি ওই পুত্রবধূর শ্বশুর জানতে পেরে বিকাল ৫টার দিকে পুত্রবধূর বাড়ি বাড়ৈখালীতে যান।

এ সময় স্থানীয় সাবেক ইউপি চেয়ারম্যান সেলিম তালুকদারের উপস্থিতিতে পুত্রবধূ শ্বশুর ক্ষিপ্ত হয়ে শরিফুলের ডান কান কামড়িয়ে ছিঁড়ে ফেলেন। পরে স্থানীয়রা শরিফুলকে উদ্ধার করে চিকিৎসার জন্য দ্রুত ঢাকায় ইএনটি হাসপাতাল নিয়ে ভর্তি করেন।

শ্রীনগর থানার ওসি মো. শাকিল আহম্মেদ বলেন, শুনেছি আহত মাদ্রাসাশিক্ষক ঢাকায় চিকিৎসাধীন আছেন। চিকিৎসা শেষে ভিকটিমের অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।