ফরিদপুরের বোয়ালমারীতে একটি শপিং কমপ্লেক্সে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র, মাদক ও সামরিক সরঞ্জাম উদ্ধার করেছে যৌথ বাহিনী।
গতকাল বুধবার দিবাগত রাত ১০টা থেকে রাত দেড়টা পর্যন্ত প্রায় সাড়ে তিন ঘণ্টা বোয়ালমারী ওয়াপদা মোড়স্থ হারুন শপিং কমপ্লেক্সের তৃতীয় ও ষষ্ঠ তলায় টানা অভিযান চালায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ টিম।
দেশের সার্বিক নিরাপত্তা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা, অপরাধমূলক কার্যক্রম রোধ ও অপরাধীদের আইনের আওতায় আনতে দেশব্যাপী অভিযানের অংশ হিসেবে বোয়ালমারী সেনাবাহিনী ক্যাম্পের নেতৃত্বে যৌথবাহিনী এ অভিযান চালায়।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী ও বোয়ালমারী থানা পুলিশ শপিং কমপ্লেক্সের তৃতীয় তলায় ভবনটির মালিক কাজী আব্দুল্লাহ আল রশিদের মালিকানাধীন ‘পুল ক্লাব’ এর একটি লকার থেকে ১টি পিস্তল, ১টি ম্যাগাজিন, ২টি ওয়াকিটকি সেট ও ১টি ট্যাক্টিকাল দূরবীনসহ নানা ধরনের সামরিক সরঞ্জামাদি উদ্ধার করে। পরে ভবনটির ষষ্ঠ তলায় কাজী আব্দুল্লাহর নিজস্ব কক্ষ থেকে ১ টি এয়ারগান এবং গাঁজা উদ্ধার করা হয়।
অভিযানিক দল সূত্রে জানা যায়, কাজী আব্দুল্লাহ আল রশিদ চিহ্নিত মাদককারবারী। তাকে ইতোপূর্বে একাধিকবার মাদকসহ আটক করে পুলিশ। বর্তমানে তিনি পলাতক অবস্থায় রয়েছেন।
এ অভিযানে জিজ্ঞাসাবাদের জন্য শপিং কমপ্লেক্সটির কেয়ারটেকার আকিদুল ইসলাম এবং মার্কেটের তিনতলায় অবস্থিত রেস্টুরেন্টের ম্যানেজার কাজী মুশফিককে আটক করা হয়েছে। অভিযান শেষে উদ্ধারকৃত অস্ত্র, সামরিক সরঞ্জাম, মাদকদ্রব্যসহ সন্দেহভাজন কেয়ারটেকার আকিদুল ইসলাম এবং রেস্টুরেন্টের ম্যানেজার কাজী মুশফিককে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
বাংলাদেশ সেনাবাহিনী নিশ্চিত করেছে, এরকম যৌথ অভিযান অব্যাহত থাকবে।