বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা আধুনিকায়ন করতে মার্কিন যুক্তরাষ্ট্র সহযোগিতা করবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শিয়া ব্লুম বার্নিকাট।
মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।
দেড় ঘণ্টা বৈঠকের পর সাংবাদিকদের মার্কিন রাষ্ট্রদূত বলেন, সন্ত্রাস মোকাবেলায় বাংলাদেশ আগের চেয়ে এগিয়েছে। সন্ত্রাস দমন এবং মানি লন্ডারিংয়ের বিষয়ে যুক্তরাষ্ট্র বাংলাদেশের পুলিশকে সহযোগিতা করবে। এসব প্রশিক্ষণ পরবর্তীতে পুলিশের কাজে লাগবে।