বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান একজন ছড়াকারও। মন্ত্রিসভার বৈঠকে, বিভিন্ন অনুষ্ঠানে তিনি প্রায়ই স্বরচিত ছড়া ও কবিতা পাঠ করে শোনার। আজ সোমবার মন্ত্রিসভার বৈঠকেও প্রতিমন্ত্রী সম্প্রতি ভারত-বাংলাদেশ সীমান্ত চুক্তি প্রসঙ্গে প্রধানমন্ত্রীর প্রশংসায় একটি কবিতা পাঠ করেন। প্রতিমন্ত্রীর কবিতা শুনে প্রধানমন্ত্রী মুগ্ধ হয়েছেন বলে মন্ত্রিসভার বৈঠক সূত্রে জানা গেছে।
স্থপতি ইয়াফেস ওসমান কবিতায় বলেন-
“শুরুটা পিতার করা
কন্যা করেছে শেষ
সার্থক হোক সীমান্ত চুক্তি
ভারত–বাংলাদেশ।
“শুরুটা পিতার করা
কন্যা করেছে শেষ
সার্থক হোক সীমান্ত চুক্তি
ভারত–বাংলাদেশ।
ছিটমহলের মানুষের মাঝে
বইছে আনন্দ বন্যা
অভিনন্দন দীর্ঘায়ু হে বঙ্গবন্ধু কন্যা।’
বইছে আনন্দ বন্যা
অভিনন্দন দীর্ঘায়ু হে বঙ্গবন্ধু কন্যা।’
এ সময় উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী সীমান্ত চুক্তি সম্পর্কে বলেন, “না বুঝেই বিএনপি বলেছিল- ইন্দিরা-মুজিব গোলামি চুক্তি। কিন্তু আজ সেই চুক্তির আলোকেই সীমান্ত চুক্তি বাস্তবায়ন হলো।”
Reporter Name 

























