ড. গোলসান আরা বেগমঃ
ফাগুনের আগুন জ্বলে
গড়ায় কৃষ্ণচূড়া বন্যায়
মিহি সুর ঠোঁটে তুলে
কোকিল গান গায়।
মৌ নাচে ফুলে ফুলে
করে মধু আহরণ
হলুদ ছড়িয়ে সর্ষে ক্ষেতে
উৎসবে বসন্ত বরণ।
তারুণ্যের উচ্ছাসে তরুণী
খোঁপায় গোঁজে ফুল
রং ঢংএ সাজাতে ফাগুন
করে না ভুল।
যৌবন ছুঁয়া তারুণ্য মেখে
আধারের ঠোঁটের পাতায়
আড়ি পাতা সূযর্টা হারায়
লালিমা ঢেলে সন্ধ্যায়।
যাক না বেলা ফুরিয়ে
শত ব্যস্ততা নিয়ে
ওঠুক সূর্যের ছায়া কেঁপে
শীতার্ত ইশারা দিয়ে।
সর্ষে ফুলের গন্ধে বিভোর
মাতাল ফাগুন
মাঠে বিছায় হলুদ আচল
উড়ায় ফুলের কেতন।