ঢাকা ০৩:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ২৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

উন্নত বিশ্বে আমেরিকার চেয়েও বাংলাদেশ নিরাপদ : স্বরাষ্ট্রমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫৫:৫০ অপরাহ্ন, শনিবার, ৩০ জানুয়ারী ২০১৬
  • ৫৯২ বার

উন্নত বিশ্বে যেভাবে সন্ত্রাস ছড়িয়ে পড়েছে, সে বিবেচনায় বাংলাদেশ অনেক নিরাপদ। পার্শ্ববর্তী ভারত বা আমেরিকার চেয়েও অনেক ভালো বাংলাদেশ। যে কারণে বিশ্বে নিরাপত্তার দিক দিয়ে বাংলাদেশের অবস্থান ৩৫তম।

আজ শনিবার দুপুরে হবিগঞ্জে আইনশৃঙ্খলা সংক্রান্ত জেলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সন্ত্রাস দমনে সিআইডি সদর দপ্তরে আধুনিক ল্যাব তৈরি করা হয়েছে। কিছুদিনের মধ্যে প্রধানমন্ত্রী তা উদ্বোধন করবেন। পাশাপাশি ডিএনএ পরীক্ষার জন্যও আধুনিক ল্যাব বসানো হচ্ছে। অতি শিগগিরই ৫০ হাজার নতুন পুলিশ নিয়োগ দেয়া হবে। এ প্রক্রিয়ায় এরই মধ্যে ১৩ হাজার নিয়োগ দেয়া হয়েছে।

আসাদুজ্জামান খান কামাল বলেন, সরকার দেশের উন্নয়নে সবচেয়ে গুরুত্ব দিচ্ছে প্রশাসন ও আইনশৃঙ্খলার প্রতি। যে কারণে দেশের চেহারা পাল্টে গেছে। এ দুটি দিক ঠিক না থাকলে দেশের উন্নয়ন হবে না।

চা শ্রমিকদের অসন্তোষের বিষয়ে মন্ত্রী বলেন, এ সমস্যার সমাধান কেবল ওই এলাকার মানুষকেই করতে হবে। অর্থনৈতিক অঞ্চল গঠন হলে ওই এলাকার কী উন্নয়ন ঘটবে তা এলাকার মানুষকে বুঝতে হবে।

সভায় সভাপতিত্ব করেন হবিগঞ্জের জেলা প্রশাসক সাবিনা আলম।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন হবিগঞ্জ-৩ (হবিগঞ্জ সদর-লাখাই) আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগ সভাপতি মো. আবু জাহির, হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সাংসদ মাহবুব আলী ও হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের জাতীয় পার্টির সাংসদ মো. আবদুল মুমিন প্রমুখ।

সভার পর স্বরাষ্ট্রমন্ত্রী বিকেলের দিকে লাখাই উপজেলার স্বজন গ্রামে পুলিশ তদন্ত কেন্দ্রের উদ্বোধন করেন। পরে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় বক্তব্য রাখেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

উন্নত বিশ্বে আমেরিকার চেয়েও বাংলাদেশ নিরাপদ : স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট টাইম : ১০:৫৫:৫০ অপরাহ্ন, শনিবার, ৩০ জানুয়ারী ২০১৬

উন্নত বিশ্বে যেভাবে সন্ত্রাস ছড়িয়ে পড়েছে, সে বিবেচনায় বাংলাদেশ অনেক নিরাপদ। পার্শ্ববর্তী ভারত বা আমেরিকার চেয়েও অনেক ভালো বাংলাদেশ। যে কারণে বিশ্বে নিরাপত্তার দিক দিয়ে বাংলাদেশের অবস্থান ৩৫তম।

আজ শনিবার দুপুরে হবিগঞ্জে আইনশৃঙ্খলা সংক্রান্ত জেলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সন্ত্রাস দমনে সিআইডি সদর দপ্তরে আধুনিক ল্যাব তৈরি করা হয়েছে। কিছুদিনের মধ্যে প্রধানমন্ত্রী তা উদ্বোধন করবেন। পাশাপাশি ডিএনএ পরীক্ষার জন্যও আধুনিক ল্যাব বসানো হচ্ছে। অতি শিগগিরই ৫০ হাজার নতুন পুলিশ নিয়োগ দেয়া হবে। এ প্রক্রিয়ায় এরই মধ্যে ১৩ হাজার নিয়োগ দেয়া হয়েছে।

আসাদুজ্জামান খান কামাল বলেন, সরকার দেশের উন্নয়নে সবচেয়ে গুরুত্ব দিচ্ছে প্রশাসন ও আইনশৃঙ্খলার প্রতি। যে কারণে দেশের চেহারা পাল্টে গেছে। এ দুটি দিক ঠিক না থাকলে দেশের উন্নয়ন হবে না।

চা শ্রমিকদের অসন্তোষের বিষয়ে মন্ত্রী বলেন, এ সমস্যার সমাধান কেবল ওই এলাকার মানুষকেই করতে হবে। অর্থনৈতিক অঞ্চল গঠন হলে ওই এলাকার কী উন্নয়ন ঘটবে তা এলাকার মানুষকে বুঝতে হবে।

সভায় সভাপতিত্ব করেন হবিগঞ্জের জেলা প্রশাসক সাবিনা আলম।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন হবিগঞ্জ-৩ (হবিগঞ্জ সদর-লাখাই) আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগ সভাপতি মো. আবু জাহির, হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সাংসদ মাহবুব আলী ও হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের জাতীয় পার্টির সাংসদ মো. আবদুল মুমিন প্রমুখ।

সভার পর স্বরাষ্ট্রমন্ত্রী বিকেলের দিকে লাখাই উপজেলার স্বজন গ্রামে পুলিশ তদন্ত কেন্দ্রের উদ্বোধন করেন। পরে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় বক্তব্য রাখেন।