হাওর বার্তা ডেস্কঃ বিদেশের মাটিতে দেশের মান উজ্জ্বল করতে কুয়েতে বাংলাদেশি তরুণরা স্বেচ্ছায় রক্তদান করেন।
ভারত, পাকিস্তান ও মিসরসহ অন্য দেশের নাগরিকদের পাশাপাশি কুয়েতে এই প্রথম বাংলাদেশি তরুণরা স্বেচ্ছায় রক্তদান করেছেন।
১৬ ডিসেম্বর ৪৯তম মহান বিজয় দিবস উপলক্ষে কুয়েত প্রবাসী পেইজের উদ্যোগে শুক্রবার দুপুর ১টা থেকে ৬টায় পর্যন্ত দেশটির জাবরিয়া কুয়েত সেন্ট্রাল ব্লাড ব্যাংকে ওই স্বেচ্ছায় রক্তদান করা হয়।
শুক্রবার ছুটির দিন থাকায় এবং অনেকেই ডিউটি শেষে কুয়েতের বিভিন্ন অঞ্চল থেকে ছুটে আসেন স্বেচ্ছায় রক্তদান করেন।
কুয়েতে সাময়িা এলাকা থেকে আসা রানা মজলিস বলেন, দেশে আমার অনেক বন্ধুদের দেখেছি রক্তদান করতে। তাদের দেখে আমার উৎসাহ ছিল, ভয়ও কাজ করছিল। কিন্তু রক্ত দেয়ার পর ভয় কেটে গেছে। এখন বিষয়টি একদম সাধারণ মনে হচ্ছে।
কুয়েত প্রবাসী পেইজের এডিমন বলেন, অন্য দেশের নাগরিকরা কোন অন্যায় বা অপরাধ করলে এশিয়া নাগরিক বলে বিভিন্ন মিডিয়ার প্রচার হয় কিন্ত কোন বাংলাদেশি অন্যায় বা অপরাধ করলে বাংলাদেশি উল্লেখ করা হয়।
স্থানীয়রা বাংলাদেশিদের অন্য দেশের চেয়ে খারাপ মনে করে, তাই আমরা বন্ধুরা মিলে ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি উদ্যোগ নিলাম। এতে কিছুটা হতে দেশের সুনাম বৃদ্ধি পাবে এবং অন্যরাও এগিয়ে আসবেন স্বেচ্ছায় রক্তদান করতে।