হাওর বার্তা ডেস্কঃ আবারো বাড়ছে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি। বৃহস্পতিবার বিকেলের মধ্যে ছুটি সংক্রান্ত ঘোষণা আসবে বলে শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
বাংলাদেশে করোনাভাইসের প্রকোপ বাড়তে শুরু করলে গত ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়। সর্বশেষ মহামারির মধ্যে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ১৯ ডিসেম্বর পর্যন্ত বাড়ায় সরকার।
এদিকে কোভিড-১৯ মহামারির মধ্যে এবার পঞ্চম ও অষ্টম শ্রেণির সমাপনী পরীক্ষা এবং মাধ্যমিক স্তরের বার্ষিক পরীক্ষা নেবে না সরকার।
আর অষ্টমের সমাপনী এবং এসএসসি ও সমমানের ফলফলের ভিত্তিতে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল ঘোষণা করার সিদ্ধান্ত নেয়া হয়।