ঢাকা ০৫:৫১ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১১ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

ব্যাটে-বলে মিলছে না শশীর

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৩১:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০১৫
  • ৪১২ বার

টিভি নাটকের দর্শকপ্রিয় অভিনেত্রী শারমিন জোহা শশী। ব্যতিক্রমী সব চরিত্রে অভিনয় করে মিডিয়ায় ভাল একটি অবস্থান করে নিয়েছেন। শুধু তাই নয়, নির্মাতাদের কাছে নির্ভরযোগ্যও হয়ে উঠেছেন শশী। টিভি নাটকের পাশাপাশি চলচ্চিত্রে অভিনয়ের অভিজ্ঞতা রয়েছে তার। ক্যারিয়ারের প্রথম ছবিতেই দর্শক মাতিয়েছেন এ অভিনেত্রী। জহির রায়হানের উপন্যাস অবলম্বনে কোহিনূর আকতার সুচন্দার পরিচালনায় ‘হাজার বছর ধরে’ ছবিতে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে সবাইকে তাক লাগিয়ে দেন শশী। এ ধারাবাহিকতায় ‘হাজার বছর ধরে’র টুনি চরিত্রে অভিনয় করা এ অভিনেত্রী অভিনয় করেন ২০০৭ সালে মুক্তি পাওয়া খিজির হায়াত খানের মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘অস্তিত্বে আমার দেশ’-এ। এখানেই থেমে গেলেন শশী। তবে এই থেমে যাওয়া চলচ্চিত্রকে ‘না’ কিংবা বিদায় জানানো নয়। বড় পর্দায় কাজ করার জন্য ভাল গল্প কিংবা চরিত্র কোনটাই ব্যাটে-বলে মিলছে না শশীর। এ প্রসঙ্গে তিনি বলেন, দুটি ছবিতে অভিনয় করেছি। দর্শক জানেন আমি কোন ধরনের গল্প কিংবা চরিত্র নিয়ে তাদের সামনে আসবো। তাই সে ধরনের গল্প বা চরিত্র কোনটাই ব্যাটে-বলে মেলাতে পারছি না। অনেক ছবিতেই অভিনয়ের প্রস্তাব পাই। কিন্তু কোনটিই নিজের মনমতো হয় না। আবার সেসব ছবিতে অভিনয় করলে দর্শক আমাকে গ্রহণ করবেন কিনা সেটা নিশ্চিত হতে পারি না। তাই অপেক্ষায় আছি। ব্যাটে-বলে মিললে অবশ্যই বড় পর্দায় আবার দেখা দেবো। এদিকে বর্তমানে একাধিক ধারাবাহিকে অভিনয় করছেন শশী। এগুলো হলো, নরেশ ভূঁইয়ার ‘রেগে গেলেন তো হেরে গেলেন’, গোলাম সোহরাব দোদুলের ‘পাল্টা হাওয়া’, মুহম্মদ আশিকুর রহমানের ‘আকাশ চুরি’ ও জামাল মল্লিকের ‘স্বপ্ন’। এগুলো শিগগিরই প্রচারে আসবে বলে জানান তিনি। পাশাপাশি সালাহউদ্দিন লাভলুর পরিচালনায় শশী অভিনীত ‘খড়কুটা’ নাটকটি বর্তমানে বাংলাভিশনে প্রচার চলছে। এটি প্রচারে আসার পর থেকেই বেশ সাড়া পাচ্ছেন বলে জানান তিনি। এ প্রসঙ্গে শশী বলেন, লাভলু ভাইয়ের নির্দেশনায় কোন কাজ করলে এর দারুণ রেসপন্স পাই। কারণ, তার নাটক দর্শক অনেক পছন্দ করেন। এ গল্পটি বেশ চমৎকার। প্রচারের শুরু থেকে খুবই সাড়া পাচ্ছি। আশা করছি নাটকটি শেষ পর্ব পর্যন্ত দর্শক দেখবেন। ধারাবাহিকের পাশাপাশি খণ্ডনাটকে অভিনয় নিয়ে বেশ ব্যস্ত শশী। আসছে ঈদ উপলক্ষে এম আই জুয়েলের পরিচালনায় ‘অ্যা জার্নি বাই পাস্ট’ নামে একটি নাটকের কাজ শেষ করেছেন তিনি। এ ছাড়া আরও কয়েকটি নতুন নাটকে অভিনয় করবেন বলেই জানিয়েছেন শশী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ব্যাটে-বলে মিলছে না শশীর

আপডেট টাইম : ০৬:৩১:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০১৫

টিভি নাটকের দর্শকপ্রিয় অভিনেত্রী শারমিন জোহা শশী। ব্যতিক্রমী সব চরিত্রে অভিনয় করে মিডিয়ায় ভাল একটি অবস্থান করে নিয়েছেন। শুধু তাই নয়, নির্মাতাদের কাছে নির্ভরযোগ্যও হয়ে উঠেছেন শশী। টিভি নাটকের পাশাপাশি চলচ্চিত্রে অভিনয়ের অভিজ্ঞতা রয়েছে তার। ক্যারিয়ারের প্রথম ছবিতেই দর্শক মাতিয়েছেন এ অভিনেত্রী। জহির রায়হানের উপন্যাস অবলম্বনে কোহিনূর আকতার সুচন্দার পরিচালনায় ‘হাজার বছর ধরে’ ছবিতে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে সবাইকে তাক লাগিয়ে দেন শশী। এ ধারাবাহিকতায় ‘হাজার বছর ধরে’র টুনি চরিত্রে অভিনয় করা এ অভিনেত্রী অভিনয় করেন ২০০৭ সালে মুক্তি পাওয়া খিজির হায়াত খানের মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘অস্তিত্বে আমার দেশ’-এ। এখানেই থেমে গেলেন শশী। তবে এই থেমে যাওয়া চলচ্চিত্রকে ‘না’ কিংবা বিদায় জানানো নয়। বড় পর্দায় কাজ করার জন্য ভাল গল্প কিংবা চরিত্র কোনটাই ব্যাটে-বলে মিলছে না শশীর। এ প্রসঙ্গে তিনি বলেন, দুটি ছবিতে অভিনয় করেছি। দর্শক জানেন আমি কোন ধরনের গল্প কিংবা চরিত্র নিয়ে তাদের সামনে আসবো। তাই সে ধরনের গল্প বা চরিত্র কোনটাই ব্যাটে-বলে মেলাতে পারছি না। অনেক ছবিতেই অভিনয়ের প্রস্তাব পাই। কিন্তু কোনটিই নিজের মনমতো হয় না। আবার সেসব ছবিতে অভিনয় করলে দর্শক আমাকে গ্রহণ করবেন কিনা সেটা নিশ্চিত হতে পারি না। তাই অপেক্ষায় আছি। ব্যাটে-বলে মিললে অবশ্যই বড় পর্দায় আবার দেখা দেবো। এদিকে বর্তমানে একাধিক ধারাবাহিকে অভিনয় করছেন শশী। এগুলো হলো, নরেশ ভূঁইয়ার ‘রেগে গেলেন তো হেরে গেলেন’, গোলাম সোহরাব দোদুলের ‘পাল্টা হাওয়া’, মুহম্মদ আশিকুর রহমানের ‘আকাশ চুরি’ ও জামাল মল্লিকের ‘স্বপ্ন’। এগুলো শিগগিরই প্রচারে আসবে বলে জানান তিনি। পাশাপাশি সালাহউদ্দিন লাভলুর পরিচালনায় শশী অভিনীত ‘খড়কুটা’ নাটকটি বর্তমানে বাংলাভিশনে প্রচার চলছে। এটি প্রচারে আসার পর থেকেই বেশ সাড়া পাচ্ছেন বলে জানান তিনি। এ প্রসঙ্গে শশী বলেন, লাভলু ভাইয়ের নির্দেশনায় কোন কাজ করলে এর দারুণ রেসপন্স পাই। কারণ, তার নাটক দর্শক অনেক পছন্দ করেন। এ গল্পটি বেশ চমৎকার। প্রচারের শুরু থেকে খুবই সাড়া পাচ্ছি। আশা করছি নাটকটি শেষ পর্ব পর্যন্ত দর্শক দেখবেন। ধারাবাহিকের পাশাপাশি খণ্ডনাটকে অভিনয় নিয়ে বেশ ব্যস্ত শশী। আসছে ঈদ উপলক্ষে এম আই জুয়েলের পরিচালনায় ‘অ্যা জার্নি বাই পাস্ট’ নামে একটি নাটকের কাজ শেষ করেছেন তিনি। এ ছাড়া আরও কয়েকটি নতুন নাটকে অভিনয় করবেন বলেই জানিয়েছেন শশী।