শাহবাগ মোড়ে বিক্ষোভ চলছে মেডিক‌্যাল শিক্ষার্থীদের

হাওর বার্তা ডেস্কঃ রাজধানীর শাহবাগে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন সরকারি ও বেসরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালের শিক্ষার্থীরা।

সেশনজট দূর করতে অবিলম্বে অনলাইন ক্লাস চালু, পরীক্ষা পেছানো, বেসরকারি মেডিক‌্যাল কলেজে ৬০ মাসের বেশি বেতন না নেওয়াসহ চার দাবিতে এ কর্মসূচি পালন করছেন এসব শিক্ষার্থী।

আজ রবিবার (৮ নভেম্বর) সকাল ১১টার পর শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন তারা।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, তাদের ৬০ মাসের বেতন পরিশোধ করতে বলা হয়েছে। কিন্তু করোনা পরিস্থিতিতে কোনো ক্লাস ও পরীক্ষা হয়নি। এই সময়ে এভাবে বেতন আদায় করা অন্যায়। এছাড়া করোনা পরিস্থিতির ভেতর তাদেরকে এক মাস হলে থাকার কথা বলা হয়েছে। বিদ্যমান পরিস্থিতিতে তারা এভাবে ঝুঁকি নিতে চান না। একারণে বাধ্য হয়ে রাস্তায় নেমেছেন।

রমনা জোনের উপপুলিশ কমিশনার (ডিসি) সাজ্জাদুর রহমান বলেন, দাবি-দাওয়া নিয়ে শিক্ষার্থীদের স্বাস্থ্য অধিদপ্তরে যাওয়ার জন‌্য অনুরোধ করা হচ্ছে। চেষ্টা চলছে যান চলাচল স্বাভাবিক করার।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর