আপাতত মালয়েশিয়া ফিরতে পারবে না দেশে আটকে পড়া প্রবাসীরা

হাওর বার্তা ডেস্কঃ মালয়েশিয়ার জ্যৈষ্ঠ মন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুব বলেছেন, বাংলাদেশসহ মহামারী করোনাভাইরাসের উচ্চ ঝুঁকিতে থাকা ২৩ দেশের জন্য এখনো মালয়েশিয়ার সীমান্ত বন্ধ। অভিবাসন দফতরের বিশেষ অনুমতি ব্যতিত এসব দেশের কাউকে প্রবেশ করতে দেওয়া হবে ন।

বুধবার (৪ নভেম্বর) নিয়মিত ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বাংলাদেশ সেই ২৩টি দেশের একটি যেসব দেশের জন্য প্রবেশাধিকার কঠোর করা হয়েছে। কারণ তারা কভিড-১৯ এর ক্ষেত্রে উচ্চ মাত্রার ঝুঁকিতে আছে।

তিনি আরও বলেন, বিদেশি শ্রমিকদের জন্য অভিবাসন দফতর এখনো সরকারকে করোনা সংক্রান্ত বিধিনিষেধ পরিবর্তন, শিথিল কিংবা পরিবর্তনের প্রস্তাব দেয়নি।

ইসমাইল সাবরি ইয়াকুব আরও বলেছেন, মালয়েশিয়া সরকার বিষয়টি নিয়ে বাংলাদেশ প্রতিনিধির সঙ্গে আলোচনা করতে প্রস্তুত।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর