হাওর বার্তা ডেস্কঃ কিছুদিন আগেও মানুষ কলাপাতায় খাবার খেতো। যে কোনও অনুষ্ঠানে কলাপাতায় খাওয়ার একটা চল ছিল। এখনকার দিনে সেই রেওয়াজ চোখে না পড়লেও অনেকেই শখ করে কলাপাতায় খান। তবে সেই ট্রেন্ড আবারও ফিরে আসতে চলেছে। এর কারণটা হচ্ছে পুষ্টিবিজ্ঞানীরা বলছেন, শরীরের জন্য খুবই ভালো কলাপাতা।
কলাপাতা যেহেতু অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর তাই কলাপাতায় খেলে অনেক উপকার পাওয়া যায়। সেই সঙ্গে শরীরের অতিরিক্ত টক্সিন বেরিয়ে যায়। ত্বক হয় উজ্জ্বল। সেই সঙ্গে সতেজও লাগে। কেরলে এখনও রূপচর্চার উপকরণ হিসেবে কলাপাতা ব্যবহার করা হয়।
যে কোনও ভাইরাস ঘটিত রোগের থেকে মুক্তি পাওয়া যায়, যদি কলাপাতায় খাওয়া হয়। কলাপাতায় থাকে এমন কিছু উপাদান যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে ভাইরাসের সঙ্গে লড়ে। যার ফলে রোগের প্রকোপ থেকে মুক্তি যেমন পাওয়া যায় তেমনই শরীরও সুস্থ থাকে।
কলাপাতা খুব ভালো করে ধুয়ে তবেই ব্যবহার করবেন।