হাওর বার্তা ডেস্কঃ আগামী ডিসেম্বরেই করোনাভাইরাস এর ভ্যাকসিন আসবে বলে জানিয়েছেন সেরাম ইনস্টিটিউটের প্রধান নির্বাহী আদর পুনাওয়ালা।
আদর পুনাওয়ালা জানান, জরুরি অনুমোদনের আবেদন না করলে তাদের ট্রায়াল শেষ হবে ডিসেম্বরে। পরে জানুয়ারিতে ভারতে তারা ভ্যাকসিন দিতে পারবেন যদি একই সময় ব্রিটেনে ট্রায়াল শেষ হয়।
প্রসঙ্গত, অ্যাস্ট্রাজেনেকা ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় যে করোনা ভ্যাকসিন তৈরি করছে, সেটাই ভারতে আনতে চলেছে সেরাম।
আদর জানান, যদি যুক্তরাজ্য দুই-তিন সপ্তাহের মধ্যে নিজেদের তথ্য দিয়ে নিশ্চিত করে যে সেটি সম্পূর্ণ নিরাপদ। তাহলে দুই-তিন সপ্তাহ পরেই সেরাম জরুরি অনুমোদনের জন্য আবেদন করতে পারে। তবে সরকার চাইলেই এই আবেদন করবে সেরাম।
আগামী বছরের দ্বিতীয় বা তৃতীয় কোয়ার্টারের মধ্যেই দশ কোটি ডোজ ভ্যাকসিন ভারতের বাজারে ছাড়তে চায় সেরাম ইনস্টিটিউট।
পুনাওয়ালা বলেন, ভ্যাকসিনের নিরাপত্তা নিয়ে আপাতত কোনও প্রশ্ন নেই কারণ প্রাথমিকভাবে সবকিছুই ইতিবাচক। তবে দীর্ঘমেয়াদি কোনও প্রভাব আছে কিনা, তা জানার জন্য এক-দুই বছর অপেক্ষা করতে হবে।
ইতিমধ্যেই দেশ-বিদেশে হাজার হাজার মানুষ টিকা নিয়েছেন ও তাদের শরীরে কোনও কুপ্রভাব দেখা দেয়নি বলেই জানান সেরাম কর্ণধার। জানান, একবার নয় দুইবার টিকা নিতে হবে। প্রথমবার টিকা নেওয়ার চার সপ্তাহ বাদে নিতে হবে দ্বিতীয় ডোজ। এখন করোনা পরীক্ষা করতে যা টাকা লাগে, তার থেকেও কম টাকা লাগবে ভ্যাকসিন নিতে।
মোট পাঁচটি প্রতিষ্ঠানের সঙ্গে ভ্যাকসিন নিয়ে কাজ চলছে ভারতের পুনেকেন্দ্রিক প্রতিষ্ঠান সেরামের।