হাওর বার্তা ডেস্কঃ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় আলোচ্যসূচি অনুযায়ী পাটকল শ্রমিক ও বিজিএমসির প্রতিনিধিরা উপস্থিত না থাকায় অসন্তোষ প্রকাশ করা হয়েছে।
কমিটির সভাপতি মো. মুজিবুল হকের সভাপতিত্বে আজ বুধবার সংসদ ভবনে এ সভা অনুষ্ঠিত হয়। কমিটির সদস্য শাজাহান খান এবং শামসুন নাহার সভায় অংশগ্রহণ করেন।
সভায় পাটকল শ্রমিকদের ভবিষ্যৎ কর্মপন্থা নিরূপণ ও বিভিন্ন সমস্যার সমাধানকল্পে আগামী বৈঠকে তাঁদের উপস্থিতি নিশ্চিত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রণালয়কে পরামর্শ দেয়া হয়।
কমিটির সদস্য শাজাহান খান নৌ পরিবহণ মন্ত্রী থাকাকালীন একটি ঘটনায় ‘দুইজন কর্মকর্তা অস্থিতিশীল পরিস্থিতি তৈরির জন্য কাজ করছে’ মর্মে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের পক্ষে একটি চিঠিতে তাঁর নাম জড়ানোয় কমিটির পক্ষ থেকে ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করা হয় এবং বৈঠকে দ্রুত চিঠি প্রদানের মাধ্যমে বিষয়টি সুরাহার জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব, বিভিন্ন সংস্থার প্রধানসহ মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা সভায় উপস্থিত ছিলেন। বাসস