রাষ্ট্রপতি আবদুল হামিদ হাওর এলাকার সম্ভাবনাগুলোকে যথাযথভাবে কাজে লাগানোর জন্য এলাকায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেছেন।
উপজেলায় তাঁর তিন দিনের সফরের দ্বিতীয় দিনে বৃহস্পতিবার হাটুরিয়া নদী পুনঃখনন এবং কালনি নদীর খনন কার্যক্রম পরিদর্শনকালে তিনি এ অভিমত ব্যক্ত করেন।
রাষ্ট্রপতি প্রথমে ঘাগরা ইউনিয়নে হাটুরিয়া নদীর পুনঃখনন কাজ পরিদর্শন করেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা এ সময় রাষ্ট্রপতিকে নদীর পুনঃখনন কাজের অগ্রগতি সম্পর্কে অবহিত করেন।
স্থানীয় লোকজনের সঙ্গে মত বিনিময়কালে রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেন, হাওর এলাকার উন্নয়নের জন্য সড়ক যোগাযোগ প্রতিষ্ঠার পাশাপাশি নদী পথের উন্নয়নের জন্যও বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে।
পরে, আবদুল হামিদ কালনি নদীর খনন কাজ পরিদর্শন করেন। উল্লেখ্য, তিনি এই এলাকা থেকে অনেকবার এমপি নির্বাচিত হয়েছেন।
এসময় স্থানীয় লোকজন হাত নেড়ে রাষ্ট্রপতিকে স্বাগত জানান। জবাবে রাষ্ট্রপতি হাত নেড়ে সাড়া দেন এবং তাদের অভিনন্দন জানান।
স্থানীয় এমপি রেজওয়ান আহমেদ তৌফিক এবং রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবগণ এ সময় উপস্থিত ছিলেন।