হাওর বার্তা ডেস্কঃ বিজয় পতাকা হাতে খোকা তুমি জন্মেছিলে অ আ পাঠে,ফুটবল খেলার মাঠে মধুমতির জলে হেসে খেলে ফুটন্ত ফুল, দুরন্ত কিশোর ছিলে।
দুষ্টু প্রকৃতির ছেলেটির কপালে রাজটিকা আঁকা ছিলো অসাধারন ছিলো বুদ্ধি মেধা মানব দরদী,বন্ধু প্রিয় ছিলো।
কে জানতো এই ছেলেটি হবে স্বাধীনতার স্বপ্ন দ্রষ্টা বাঙালির মুক্তিকামী পথ প্রদর্শক বজ্রমুষ্ঠি হাত তুলে খোকা বাইতো নৌকার বৈঠা।
আকাশের দরজা খুলে স্বাধীনতা এলো লাল সবুজের পতাকা, সোনালি ভোর ইতিহাস বদলে গেলো বাঙালি মুক্তির মন্ত্রে হলো বিভোর।
কি ভাবে খোকা বঙ্গবন্ধু হলো গাইলো পাখি মুক্তির গান ভরে গেলো ফুলে ফুলে বাগান কে না জানে বলো।
একটি বুলেট পাখী বিশ্বাস ঘাতকতায় হলো উশৃঙ্ক্ষল লাল কৃষ্ণচূড়ায় রক্ত গড়ালো ঝাঁঝরা হলো খোকার বুক।
সেই থেকে আজো টুঙ্গিপাড়ায় রুপালী চাঁদ নির্ভাবনায় ঘুমায় ছুটে এসে পদ্মা মেঘনার স্রোত ধারা মুজিবীয় জনতা নত শিরে শ্রদ্ধা জানায়।