সৌদিতে হামলার ডাক আল-কায়েদার

সৌদি আরবে হামলার ডাক দিয়েছে আল কায়েদা। সংগঠনটির প্রধান আয়মান আল জওয়াহিরি মঙ্গলবার এক অডিও বার্তায় আল কায়েদার সব সদস্যকে সৌদি আরবে আক্রমণ করার প্রস্তুতি নেয়ার নির্দেশ দিয়েছেন। সাইট ইন্টিলিজেন্স এর বরাত দিয়ে বৃহস্পতিবার এ তথ্যটি জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

গত ২ জানুয়ারি শিয়া নেতা নিমর-আল-নিমরসহ মোট ৪৭ জনকে আল কায়েদা সংশ্লিষ্টতার অভিযোগে মৃত্যুদণ্ড প্রদান করে সৌদি আরব। এ প্রেক্ষিতেই রিয়াদের শাসকদের বিরুদ্ধে জিহাদের ডাক দিয়েছেন জওয়াহিরি।

সৌদি আরবের শাসক আল সউদ রাজবংশের সঙ্গে আল কায়েদার বৈরিতা বহু দিনের। ১০ বছর আগে সৌদি আরবে আল কায়েদা হামলা চালিয়েছিল। সেই মামলায় সৌদি আদালত দোষী সাব্যস্ত করে ৪৭ জনকে। তাদেরই অন্যতম ছিলেন শিয়া ধর্মীয় নেতা নিমর-আল-নিমর। জানুয়ারির শুরুতে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। আয়মান-আল-জওয়াহিরি নিজের বার্তায় এই মৃত্যুদণ্ডকে গণহত্যা বলে অভিহিত করেছেন।

ইরান এবং সৌদি আরবের মধ্যে ক্ষমতার লড়াইয়েই নিমর-আল-নিমরের মৃত্যুদণ্ড। এমনটাই ধারণা করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশারদরা।

তবে জাওয়াহিরির কথায়, আল সউদ রাজবংশ ইসলাম ধর্মকে কলুষিত করেছে। তাই অবিলম্বে সৌদি আরবে আক্রমণ চালাতে হবে।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর