হাওর বার্তা ডেস্কঃ টিকিটের অপেক্ষায় আজও সৌদি এয়ারলাইন্সের কাউন্টারে ভিড় করছেন প্রবাসীরা। সকাল থেকেই কারওয়ান বাজারে ভিড় করতে থাকেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রবাসীরা।
ভিসা ও আকামার মেয়াদ যাদের শেষ হয়ে যাচ্ছে তাদের অগ্রাধিকার ভিত্তিতে টিকিট দেয়া হচ্ছে বলে জানিয়েছে সাউদিয়া এয়ারলাইন্স। তবে এখনও কিছু সমন্বয়হীনতা স্পষ্ট।
কেউ কেউ ফরম পূরণ করেও কোন ধরনের মেসেজ না পেয়ে ভিড় করছেন কাউন্টার এলাকায়। আবার কেউ কি করবেন তা বুঝে উঠতে না পেরে হতাশায় আছেন। কেউবা টোকেন নিয়েও অপেক্ষায় আছেন টিকেটের।