হাওর বার্তা ডেস্কঃ করোনায় ঝুঁকি থাকায় শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি ৩১ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্বব্যাপী চলমান মহামারি করোনার কারণে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আগামী ৩১ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে।
এর আগে সাংবাদিকদের সঙ্গে ভার্চুয়াল এক সভায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, বর্তমানে শিক্ষা প্রতিষ্ঠান খোলার মতো পরিস্থিতি তৈরি হয়নি। শিক্ষার্থীদের ঝুঁকির মধ্যে না ফেলতে ছুটি আরও বাড়ানো হবে।
গত ১৮ মার্চ থেকে বন্ধ রয়েছে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান। বাতিল করা হয়েছে পিএসসি ও জেএসসি পরীক্ষা। গত ১ এপ্রিল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এসএসসি পরীক্ষা। করোনার কারণে তাও স্থগিত রয়েছে। আগামী সপ্তাহে এইচএসসি পরীক্ষার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।