২০১৫-তে প্রচণ্ড ব্যস্ততার মধ্যে কাটিয়েছেন ক্রিকেটাররা। বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) পর তারা ১৫-২০ দিন বিশ্রাম পেয়েছেন। এখনও পুরোপুরি ফিট নন তারা। জিম্বাবুয়ে সিরিজকে সামনে রেখে দু’দিনের ফিটনেস ক্যাম্প শেষে ট্রেনার মারিও ভিল্লাভারায়ন খেলোয়াড়দের সবাইকে পুরো ফিট বলতে পারছেন না। সামনে ব্যস্ত সূচি, ক্রিকেটাররা সেটা সামাল দিতে পারবেন বলে জানালেন ট্রেনার। সোমবার দ্বিতীয় দিনের ফিটনেস ক্যাম্প শেষে মারিও বলেন, ‘গত বছর ছেলেরা প্রচুর ক্রিকেট খেলেছে। এটা দলের জন্য ভালো। মাঝখানে ফিটনেস নিয়ে কাজ করা হয়নি। আমরা এটা বিবেচনায় রেখেছি। এ নিয়ে আমাদের আরও কাজ করতে
হবে। সবাই পুরোপুরি ফিট
নয়। তবে উন্নতি করছে।’ আজ থেকে পুরোপুরি অনুশীলনে মন দেবেন টাইগাররা।
ট্রেনার বলেন, ‘ছেলেরা প্রস্তুত। ম্যাচ অনুশীলন অনেক হয়েছে। বিপিএলে অনেক ম্যাচ খেলেছে তারা। এখন কারা আপ টু দ্য মার্কে নেই সেটা আমাদের বের করতে হবে। বিপিএলের পর ওরা বিশ্রাম পেয়েছে। ঘরোয়া ক্রিকেট শুরু হচ্ছে। যারা আমার (জাতীয় দলের মধ্যে) সঙ্গে নেই তাদের নিয়ে আলাদাভাবে কাজ করতে হবে।’ বিপিএলে খেলে কারও ফিটনেস সমস্যা হয়েছে কী? এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘এটা আমার পক্ষে বলা কঠিন। অনেক ক্যাচ মিস হয়েছে। সেটা হতে পারে ফিটনেসের ঘাটতির কারণে। ফিটনেস ও ফিল্ডিংয়ের মধ্যে
গভীর সম্পর্ক আছে। দুটি একসঙ্গেই এগোয়।’ ফিল্ডিং কোচ
রিচার্ড হ্যালসল আজ দলের সঙ্গে যোগ দেবেন।
এদিকে টানা ক্রিকেটের মধ্যে থাকায় ইনজুরিতে রয়েছেন কোনো কোনো পেসার। ফাস্ট বোলারদের ওপর চাপ বেশি ছিল। মাশরাফি মুর্তজা, শফিউল ইসলাম, রুবেল হোসেন ইনজুরিতে রয়েছেন। মারিও বলেন, ‘রুবেলের কাফ ইনজুরি ভোগাচ্ছে তাকে। গত বছর ব্যস্ত সময় গেছে। তাই ইনজুরি হতেই পারে। এটা শুধু বাংলাদেশ নয়, সব দলেই হয়ে থাকে।