বেতন স্কেলে সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনর্বহাল এবং চাকরির বৈষম্য দূরীকরণের দাবিতে এবার দুই ঘণ্টা কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছে প্রকৌশলী, কৃষিবিদ, চিকিৎসকসহ ২৬টি ক্যাডার ও বিভিন্ন ফাংশনাল সার্ভিসের কর্মকর্তাদের সংগঠন প্রকৃচি-বিসিএস সমন্বয় কমিটি। দাবি আদায়ে অনড় পাবলিক বিশ্ববিদ্যালয় ও সরকারি কলেজের ২৯ হাজার শিক্ষক।
স্বতন্ত্র বেতন স্কেলের দাবিতে পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষকদের চলমান আন্দোলনে ক্ষুব্ধ হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি সম্মানজনক এ পেশার মানুষদের আন্দোলনকে নির্বুদ্ধিতা হিসেবেও দেখছেন। প্রয়োজনে শিক্ষকদের চাকরির বয়স ৬৫ থেকে নামিয়ে ৫৯ করার হুঁশিয়ারি দিয়েছেন শেখ হাসিনা।
সোমবার মন্ত্রিসভার বৈঠকে এ ক্ষোভ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। তবে একই সঙ্গে আন্দোলন কেন তা খতিয়ে দেখতে সংশ্লিষ্টদের সঙ্গে প্রধানমন্ত্রী নিজেই কথা বলবেন বলে জানিয়েছেন।
আগামী ১১ জানুয়ারি থেকে ১৭ জানুয়ারি প্রতিদিন দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত এ কর্মসূচি পালন করবেন প্রকৃচি-বিসিএস সমন্বয় কমিটি । একইসঙ্গে এ সময় কালো ব্যাজ ধারণের কর্মসূচিও রাখা হয়েছে।
রোববার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট সভাকক্ষে অনুষ্ঠিত প্রকৃচি-বিসিএস সমন্বয় কমিটির স্টিয়ারিং কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়।
কমিটির আহ্বায়ক আ ফ ম বাহাউদ্দিন নাসিম এমপির সভাপতিত্বে সভায় স্টিয়ারিং কমিটির সদস্য কবির আহমেদ ভূঁইয়া, সদস্য সচিব মো. ফিরোজ খান, স্টিয়ারিং কমিটির সদস্য মো. মোবারক আলী, সবুর আহমেদ, স ম গোলাম কিবরিয়া, আই কে সেলিমুল্লাহ খন্দকার, কৃষি ক্যাডার অ্যাসোসিয়েশনের সভাপতি তাসাদ্দেক হোসেন, মহাসচিব খায়রুল আলম প্রিন্স, স্বাস্থ্য ক্যাডার অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. আ ম সেলিম রেজা, মৎস্য ক্যাডার অ্যাসোসিয়েশনের মহাসচিব মো. মজিবুর রহমানসহ বিভিন্ন ক্যাডার অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।