ঢাকা ০৯:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ২০ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

ইতিহাসের এই দিনে যা যা ঘটেছিল

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪৯:২৩ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২০
  • ২০৩ বার

হাওর বার্তা ডেস্কঃ আজ ১২ সেপ্টেম্বর ২০২০, শনিবার, ২৮ ভাদ্র ১৪২৭ বঙ্গাব্দ, ২৩ মহরম ১৪৪২। গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে, বছরের ২৫৫ তম (অধিবর্ষে ২৫৬ তম) দিন। বছর শেষ হতে আর বাকি মাত্র ১১০ দিন।

আজকের দিনটি সময়ের হিসাবে অতি অল্প সময়। আবার একটি ঘটনার জন্য যথেষ্ট সময়। ইতিহাস ঘেঁটে দেখা যায় বছরের প্রতিটি দিনেই ঘটেছে নানা উল্লেখযোগ্য ঘটনা। চলুন এক নজরে দেখে নেয়া যাক আজকের দিনের ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু বিষয়-

ইতিহাসের পাতায় আজকের দিনটি: 
১৬৮৩ – অষ্ট্রিয়া ও পোল্যান্ডের সেনাদের সাথে ওসমানীয় বাহিনীর রক্তক্ষয়ী যুদ্ধ সংঘটিত হয়।
১৮৪৮ – সুইজারল্যান্ড ফেডারেল স্টেটে পরিণত হয়।
১৮৭৮ – ব্রিটিশ সেনারা সাইপ্রাস দখল করে।
১৯০৫ – নরওয়ের স্বাধীনতার শর্তাবলী ঘোষিত হয়।
১৯১৫ – ব্রিটিশবিরোধী সশস্ত্র অভ্যুত্থান প্রচেষ্টার অভিযোগে গদর পার্টির ২৪ জন কর্মীর ফাঁসি হয়।
১৯১৯ – অ্যাডলফ হিটলার জার্মান ওয়ার্কার্স পার্টিতে যোগ দেন।
১৯২৪ – চীনে গৃহযুদ্ধ বাঁধে।
১৯৪৩ – জার্মানি মুসোলিনিকে বন্দীদশা থেকে মুক্ত করে।
১৯৪৪ – দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে জার্মানির উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার ব্যাপারে লন্ডনে যুক্তরাষ্ট্র, বৃটেন ও সাবেক সোভিয়েত ইউনিয়নের প্রতিনিধিদের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়।
১৯৫৯ – সোভিয়েত মহাকাশযান লুনিক-২ চাঁদে অবতরণ করে।
১৯৬১ – পরমাণু পরীক্ষা বিরোধী বার্ট্রান্ড রাসেল ও আর্নল্ড ওয়েস্কার গ্রেফতার হন।
১৯৭৪ – সামরিক অভুত্থানে ইথিওপিয়ার সম্রাট হাইলে সেলাসি ক্ষমতাচ্যুত হন।
১৯৮০ – তুরস্কে সেনা অভ্যুত্থান হয়।
১৯৯০ – মস্কোয় দুই জার্মানির একত্রীকরণ চুক্তি স্বাক্ষরিত হয়।
১৯৯৩ – যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসে ইসরাইল ও পিএলও ফিলিস্তিনিদের মধ্যে সীমিত স্বায়ত্বশাসন সংক্রান্ত ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়।
২০০৩ – যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ভুল করে আট ইরাকি পুলিশকে হত্যা করে।

আজ যাদের জন্মদিন:
৭৮৬ সালের এই দিনে আব্বাসীয় খলিফা আল মামুন ইবনে হারুনের জন্ম হয়েছিলো।
১০৮৭ সালের এই দিনে বাইজেনটাইন সম্রাট জন দ্বিতীয় কমনেনাসের জন্ম।
১৬৯৪ সালের এই দিনে কোরিয়ার শাসক ইয়ংজো জোসেওনের জন্ম।
১৮৯৪ – বিভূতিভূষণ বন্দোপাধ্যায়, একজন জনপ্রিয় বাঙালী কথাসাহিত্যিক।
১৮৯৭ – এরিন জুলিও কুরি, প্রখ্যাত ফরাসী রসায়ন ও পদার্থবিদ।
১৯০৪ সালের এই দিনে সাহিত্যিক সৈয়দ মুজতবা আলীর জন্ম।
১৯১৩ – জেসি ওয়েন্স, মার্কিন যুক্তরাষ্ট্রের দৌড়বিদ।
১৯১৬ সালের এই দিনে ওয়েল্সীয় সাহিত্যিক রুয়াল দাল জন্মগ্রহণ করেন।
১৯২৩ – অরুণাচল বসু একজন বাঙালি কবি এবং অনুবাদক।
১৯৩১ – নিমাইসাধন বসু, বিশিষ্ট বাঙালি ইতিহাসবিদ।
১৯৭২ – অভিজিৎ রায় বাংলাদেশি বংশোদ্ভূত বাংলাদেশী-মার্কিন প্রকৌশলী, লেখক ও ব্লগার।
১৯৭৭ – নাথান ব্রাকেন, অস্ট্রেলিয়ার ক্রিকেটার।

এই দিনে মৃত্যুবরণ করেন যারা:

১৯৮১ – ইউজিনিও মন্তাল, নোবেলজয়ী ইতালিয় কবি ও গল্পকার।
১৯৯২ – অ্যান্থনি পারকিন্স, মার্কিন অভিনেতা।
২০০৯ – শাহ আবদুল করিম, বাংলাদেশি বাউল গানের শিল্পী।
১৯১০ সালের এই দিনে প্রখ্যাত কবি, গীতিকার এবং সুরকার রজনীকান্ত সেন কলকাতায় মৃত্যুবরণ করেন।
২০১২ – অকালপ্রয়াত কবি ও সাংবাদিক আপন মাহমুদ।
২০১৩ সালের এই দিনে বাংলা চলচ্চিত্রের কিংবদন্তী অভিনেতা ‘নবাব সিরাজউদ্দৌলা’ খ্যাত আনোয়ার হোসেন মৃত্যুবরণ করেন।
২০১৪ – প্রণোদিত প্রজননের জনক ড.হীরালাল চৌধুরী,প্রখ্যাত ভারতীয় বাঙালি মৎসবিজ্ঞানী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

ইতিহাসের এই দিনে যা যা ঘটেছিল

আপডেট টাইম : ১০:৪৯:২৩ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২০

হাওর বার্তা ডেস্কঃ আজ ১২ সেপ্টেম্বর ২০২০, শনিবার, ২৮ ভাদ্র ১৪২৭ বঙ্গাব্দ, ২৩ মহরম ১৪৪২। গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে, বছরের ২৫৫ তম (অধিবর্ষে ২৫৬ তম) দিন। বছর শেষ হতে আর বাকি মাত্র ১১০ দিন।

আজকের দিনটি সময়ের হিসাবে অতি অল্প সময়। আবার একটি ঘটনার জন্য যথেষ্ট সময়। ইতিহাস ঘেঁটে দেখা যায় বছরের প্রতিটি দিনেই ঘটেছে নানা উল্লেখযোগ্য ঘটনা। চলুন এক নজরে দেখে নেয়া যাক আজকের দিনের ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু বিষয়-

ইতিহাসের পাতায় আজকের দিনটি: 
১৬৮৩ – অষ্ট্রিয়া ও পোল্যান্ডের সেনাদের সাথে ওসমানীয় বাহিনীর রক্তক্ষয়ী যুদ্ধ সংঘটিত হয়।
১৮৪৮ – সুইজারল্যান্ড ফেডারেল স্টেটে পরিণত হয়।
১৮৭৮ – ব্রিটিশ সেনারা সাইপ্রাস দখল করে।
১৯০৫ – নরওয়ের স্বাধীনতার শর্তাবলী ঘোষিত হয়।
১৯১৫ – ব্রিটিশবিরোধী সশস্ত্র অভ্যুত্থান প্রচেষ্টার অভিযোগে গদর পার্টির ২৪ জন কর্মীর ফাঁসি হয়।
১৯১৯ – অ্যাডলফ হিটলার জার্মান ওয়ার্কার্স পার্টিতে যোগ দেন।
১৯২৪ – চীনে গৃহযুদ্ধ বাঁধে।
১৯৪৩ – জার্মানি মুসোলিনিকে বন্দীদশা থেকে মুক্ত করে।
১৯৪৪ – দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে জার্মানির উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার ব্যাপারে লন্ডনে যুক্তরাষ্ট্র, বৃটেন ও সাবেক সোভিয়েত ইউনিয়নের প্রতিনিধিদের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়।
১৯৫৯ – সোভিয়েত মহাকাশযান লুনিক-২ চাঁদে অবতরণ করে।
১৯৬১ – পরমাণু পরীক্ষা বিরোধী বার্ট্রান্ড রাসেল ও আর্নল্ড ওয়েস্কার গ্রেফতার হন।
১৯৭৪ – সামরিক অভুত্থানে ইথিওপিয়ার সম্রাট হাইলে সেলাসি ক্ষমতাচ্যুত হন।
১৯৮০ – তুরস্কে সেনা অভ্যুত্থান হয়।
১৯৯০ – মস্কোয় দুই জার্মানির একত্রীকরণ চুক্তি স্বাক্ষরিত হয়।
১৯৯৩ – যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসে ইসরাইল ও পিএলও ফিলিস্তিনিদের মধ্যে সীমিত স্বায়ত্বশাসন সংক্রান্ত ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়।
২০০৩ – যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ভুল করে আট ইরাকি পুলিশকে হত্যা করে।

আজ যাদের জন্মদিন:
৭৮৬ সালের এই দিনে আব্বাসীয় খলিফা আল মামুন ইবনে হারুনের জন্ম হয়েছিলো।
১০৮৭ সালের এই দিনে বাইজেনটাইন সম্রাট জন দ্বিতীয় কমনেনাসের জন্ম।
১৬৯৪ সালের এই দিনে কোরিয়ার শাসক ইয়ংজো জোসেওনের জন্ম।
১৮৯৪ – বিভূতিভূষণ বন্দোপাধ্যায়, একজন জনপ্রিয় বাঙালী কথাসাহিত্যিক।
১৮৯৭ – এরিন জুলিও কুরি, প্রখ্যাত ফরাসী রসায়ন ও পদার্থবিদ।
১৯০৪ সালের এই দিনে সাহিত্যিক সৈয়দ মুজতবা আলীর জন্ম।
১৯১৩ – জেসি ওয়েন্স, মার্কিন যুক্তরাষ্ট্রের দৌড়বিদ।
১৯১৬ সালের এই দিনে ওয়েল্সীয় সাহিত্যিক রুয়াল দাল জন্মগ্রহণ করেন।
১৯২৩ – অরুণাচল বসু একজন বাঙালি কবি এবং অনুবাদক।
১৯৩১ – নিমাইসাধন বসু, বিশিষ্ট বাঙালি ইতিহাসবিদ।
১৯৭২ – অভিজিৎ রায় বাংলাদেশি বংশোদ্ভূত বাংলাদেশী-মার্কিন প্রকৌশলী, লেখক ও ব্লগার।
১৯৭৭ – নাথান ব্রাকেন, অস্ট্রেলিয়ার ক্রিকেটার।

এই দিনে মৃত্যুবরণ করেন যারা:

১৯৮১ – ইউজিনিও মন্তাল, নোবেলজয়ী ইতালিয় কবি ও গল্পকার।
১৯৯২ – অ্যান্থনি পারকিন্স, মার্কিন অভিনেতা।
২০০৯ – শাহ আবদুল করিম, বাংলাদেশি বাউল গানের শিল্পী।
১৯১০ সালের এই দিনে প্রখ্যাত কবি, গীতিকার এবং সুরকার রজনীকান্ত সেন কলকাতায় মৃত্যুবরণ করেন।
২০১২ – অকালপ্রয়াত কবি ও সাংবাদিক আপন মাহমুদ।
২০১৩ সালের এই দিনে বাংলা চলচ্চিত্রের কিংবদন্তী অভিনেতা ‘নবাব সিরাজউদ্দৌলা’ খ্যাত আনোয়ার হোসেন মৃত্যুবরণ করেন।
২০১৪ – প্রণোদিত প্রজননের জনক ড.হীরালাল চৌধুরী,প্রখ্যাত ভারতীয় বাঙালি মৎসবিজ্ঞানী।