ঢাকা চকবাজারে অনুমোদনহীন পলিথিন উৎপাদন মজুদ অবৈধ বাজারজাত করার বিরুদ্ধে এনএসআই ও র্্যাবের অভিযান

হাওর বার্তা ডেস্কঃ অদ্য ৬ই সেপ্টেম্বর  -২০২০ তারিখে দেবিদাস ঘাটলেন-চকবাজার, ঢাকার অনুমোদনহীন পলিথিন উৎপাদন,মজুদ ও অবৈধ বাজারজাত করার বিরুদ্ধে এনএসআই ও র্্যাবের অভিযান।
11
 পুরাতন ঢাকার দেবিদাস ঘাট লেম-চকবাজার এলাকায় সরকারের অনুমোদন ছাড়া অবৈধ ভাবে পরিবেশ দোষনকারী পলিথিন উৎপাদন মজুদ ও বাজারজাত করার বিরুদ্ধে এনএসআই ওর্্যাব-৩  এর অভিযানে রাত ১:০০ ঘটিকায় ফ্যাক্টরি গুলো কর্ডোন করে রাখেন এবং ভোর ৭:০০ ঘটিকা হতে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সাইফুল আসবার এর উপস্থিতিতে র্্যাবের ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু ৫টি  ফ্যাক্টরিতে একযোগে অভিযান শুরু করে যা দুপুর ১২;২০ ঘটিকায় শেষ হয়।
118
অভিযান চলাকালে ঐ সব ফ্যাক্টরিতে ১ লাখ ২০ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন পাওয়া যায় যার বাজার মুল্য ২ কোটি টাকা জব্দসহ ১০জন কর্মচারীকে হাতকড়া পরানো হয়। ফ্যাক্টরির নাম- জেকে রোল,ফেশ রোল, লোকমান এন্টারপ্রাইজ, শাওন এন্টারপ্রাইজ, ও আনোয়ার এন্টারপ্রাইজ ।
88
অবশেষে ফ্যাক্টরি গুলো সিলগালা করে দেওয়া হয় এবং দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে মামলা রজু করছেন -অভিযানে এলাকাবাসী খুশিবোধ করেছেন।
Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর