ঢাকা ১২:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ২৬ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

এগিয়ে যাওয়ার চ্যালেঞ্জ নিয়ে শুরু হলো নতুন বছর-২০১৬

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:২৭:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১ জানুয়ারী ২০১৬
  • ২৯৫ বার

তমসা কেটে পূর্ব দিগন্তে আবহমান সূর্য আবার শুরু করল নতুন যাত্রা। ‘সময় আর স্রোত কারও জন্য অপেক্ষা করে না’- এই সত্যকে প্রতিষ্ঠিত করে নতুন বছরের প্রথম সূর্যোদয়। স্বপ্ন আর দিনবদলের অপরিমেয় প্রত্যাশার আলোয় উদ্ভাসিত শুভ নববর্ষ। সুপ্রভাত বাংলাদেশ; স্বাগত ২০১৬। হ্যাপি নিউ ইয়ার ২০১৬। অভিবাদন নতুন সৌরবর্ষকে।
সেই একই সূর্য, একইভাবে উঠছে পূর্বাকাশ আলো করে। তবু তার উদয় ভিন্নতর। আজকের দিনটিও আলাদা, কারণ একটি নতুন বর্ষপরিক্রমা শুরু হলো আজ শুক্রবার থেকে। সোনালি স্বপ্নের হাতছানি নিয়ে উদিত হলো নতুন বছরের নতুন সূর্য। ভরা পৌষে কুয়াশার হিমেল চাদর ছিন্ন করে উদ্ভাসিত হলো সোনালি আলোর সকাল। কালপরিক্রমায় দ্বারোদ্ঘাটন হলো প্রকৃতির নতুন নিয়মে নতুন বছর ২০১৬’র। গ্রেগরিয়ান পঞ্জিকা অনুযায়ী ইংরেজী নববর্ষের প্রথম দিন আজ। শুভ নববর্ষ।
বিশ্বের বয়স আরও এক বছর বাড়ল। এক বছরের ‘আনন্দ-বেদনা, আশা-নৈরাশ্য আর সাফল্য-ব্যর্থতার পটভূমির ওপর আমাদের ছাপ্পান্ন হাজার বর্গমাইলের এই প্রিয় বাংলাদেশ নতুন বছরে পর্বতদৃঢ় একতায় সর্ব বিপর্যয়-দুঃসময়কে জয় করবে অজেয়-অমিত শক্তি নিয়ে’- এ সঙ্কল্পের সোনালি দিন আজ। সূচনা হলো আরও একটি বর্ষযাত্রা।
জাতীয় ও আন্তর্জাতিক পরিম-লে বহু ঘটনার সাক্ষী হয়ে মহাকালের অতল গর্ভে বৃহস্পতিবার সূর্যাস্তের সঙ্গে সঙ্গে চলে গেছে বিগত বছর ২০১৫। আবহমান সূর্য একটি পুরনো বছরকে কালস্রোতের ঊর্মিমালায় বিলীন করে আবার শুরু করল যাত্রা। লাখো প্রত্যাশার ঝাঁপি খুলে এবং সরকারের কাছে মানুষের অনেক প্রত্যাশায় আজ ভোরে কুয়াশায় ঢাকা পূর্বাকাশে উদয় হয়েছে নতুন বছরের লালসূর্য। জাতির অনেক আশা-আকাক্সক্ষা পূরণ হওয়ার বছর। শুরু হলো অগ্রগমনের বছর। নতুন বছরকে স্বাগতম সুখ-সমৃদ্ধি, উন্নয়ন-অগ্রগতি আর সাম্প্রদায়িকতামুক্ত মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যাশায়।
খ্রিস্টীয় নববর্ষের প্রথম দিন আজ। প্রাচীন সূর্য বৃহস্পতিবার যে দিবসকে কালস্রোতে বিলীন করে পশ্চিমে অস্ত গেল, তা আজ ফেলে আসা দিন। থার্টি ফাস্টে বিশ্বের কোটি কোটি মানুষ পরমানন্দে ২০১৬ সালকে বরণ করেছে। আজ নতুন দিনের নতুন সূর্যালোকে স্নান করে সিক্ত হবে জাতি-বর্ণ-নির্বিশেষে সব শ্রেণী পেশার মানুষ। বিগত বছরের সব কালিমা ধুয়ে-মুছে নতুন কেতন ওড়াতে ওড়াতে এগিয়ে যাবে সময়, সভ্যতা, হিংসা-বিদ্বেষ-হানাহানিমুক্ত রাজনীতি, অর্থনীতি আর সংস্কৃতি। অনাবিল স্বপ্ন আর অফুরন্ত প্রাণোন্মাদনা নিয়ে নতুন সূর্যের আলোয় অগ্রসর হবে মানুষ। বিগত সময়ের সব ভুল শুধরে নেয়ার সময় এসেছে আজ।
স্মৃতির অতলে হারিয়ে যাওয়ার পথে ২০১৫ সালটি নতুন করে মিথ্যার কুহেলিকা ভেদ করে মুক্তিযুদ্ধের চেতনার সঠিক ধারায় এবং পুনর্জাগরণের নতুন সম্ভাবনার দ্বারোদ্ঘাটন রচনা করে দিয়ে গেছে, সমগ্র জাতিকে স্বাধীনতাবিরোধী অপশক্তি ও তাদের দোসরদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে দাঁড়িয়েছে এক মহাসড়কে। সূচিত হয়েছে তার যূথবদ্ধ যাত্রা। বাংলার প্রতিটি প্রান্তরে আজ অভীন্ন আওয়াজÑ ‘স্বাধীন বাংলায়, রাজাকারদের ঠাঁই নাই।’ আর এ প্রচ- শপথ পূরণের প্রত্যাশা নিয়েই যাত্রা শুরু হলো নতুন একটি বছরের।
গতরাত ১২টার পর পরই সারাবিশ্বে নতুন বছরকে স্বাগত জানানো হয়েছে নানা আনুষ্ঠানিকতায়। বর্ষবরণের আনন্দোৎসব করেছে সর্বস্তরের মানুষ। হিসাবের খাতায় ব্যর্থতার গ্লানি মুছে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে নতুন বছরে শান্তিকামী মানুষের প্রার্থনা ছিল- আর কোন সহিংসতা নয়, কোন হত্যা-খুন কিংবা হানাহানির রাজনীতি নয়। ২০১৬ হবে শান্তির বীজ বপনের সাল। অস্ত্র বা হানাহানির মহড়া হবে না, থেমে যাবে সব যুদ্ধ-সন্ত্রাস। সবার প্রত্যাশা অনুযায়ী ক্ষমতাসীন সরকার নতুন বছরে ক্ষুধা-দারিদ্র্যমুক্ত একটি সুখী ও সমৃদ্ধিশালী বাংলাদেশ উপহার দেবে জাতিকে।
বাংলাদেশের মানুষের জন্য এবার নতুন বছরটি এসেছে ভিন্ন আবহে। সর্বত্র স্বাধীনতাবিরোধী অপশক্তি ও তাদের দোসরদের পরাজয়ের ধ্বনি। বিদায়ী বছর ২০১৫-তে সাম্প্রদায়িক অপশক্তির পরাজয় দিয়ে যাত্রা শুরু হয়েছিল, বছরের শেষ দিন আবারও সেই পরাজয়ই তাদের বরণ করতে হয়েছে। দেশের জনগণ পৌর নির্বাচনে ব্যালট বিপ্লবের মাধ্যমে সন্ত্রাস-জঙ্গীবাদ-নাশকতানির্ভর রাজনীতির ধারক-বাহক বিএনপি-জামায়াত জোটকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। স্বাধীনতা, মুক্তিযুদ্ধ এবং উন্নয়ন-প্রগতির প্রতীক নৌকাকে মহাবিজয়ী করে পুনরায় মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে ঐক্যবদ্ধ রায় দিয়েছে। সারাদেশের ২৩৪টি পৌরসভার মধ্যে মাত্র ২২টিতে বিজয়ী হতে পেরেছে বিএনপি-জামায়াতের প্রার্থীরা। বাকি সব পৌরসভাতেই মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী আওয়ামী লীগের প্রার্থীদের জয়-জয়কার। দেশের মানুষ যে সন্ত্রাস-জঙ্গীবাদ-নাশকতার রাজনীতি পছন্দ করে না, উন্নয়ন-অগ্রগতির পক্ষেই রয়েছে- তা আবারও ব্যালটের মাধ্যমে জানান দিয়েছে বিএনপি-জামায়াত জোটকে।
এটি শুধু একটি নতুন বছরই নয়, বিদায়ী বছরের অনেক অমীমাংসিত ইস্যু নিষ্পত্তিরও বছর। অনেক চ্যালেঞ্জ নিয়েই টানা দ্বিতীয় মেয়াদের ক্ষমতার তৃতীয় বছরে পদার্পণ করতে যাচ্ছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের সরকার। নতুন এ বছরে বেশকিছু জ্বলন্ত ইস্যুরও সমাধান করতে হবে ক্ষমতাসীন সরকারকে। সর্বোচ্চ আদালতের রায় অনুযায়ী ধর্মভিত্তিক-সাম্প্রদায়িক রাজনীতি বিশেষ করে জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করে প্রকৃত ধর্মনিরপেক্ষ দেশ হিসেবে বাংলাদেশ আবারও বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে কিনা, নতুন বছরে এ কঠিন সিদ্ধান্তটির নিষ্পত্তি হবে সর্বোচ্চ আদালতে। তাই বিদায়ী বছরের মতো নতুন বছরেও স্বাধীনতাবিরোধী-যুদ্ধাপরাধীদের মাথা তুলে দাঁড়ানোর সম্ভাবনা কম।
বিদায়ী বছরের শুরুটা হয়েছিল বিএনপি-জামায়াতের মৃত্যুদীর্ণ, আগুনে পোড়া, বোমায় বিধ্বস্ত, শোকাতুর পরিবেশে। জামায়াতকে সঙ্গে নিয়ে বিএনপি দেশজুড়ে অভাবনীয় সহিংসতা করে দেড় শতাধিক মানুষের প্রাণহানি ঘটায়। বিএনপি-জামায়াতের তা-বের শিকার হয়েছে দেশের সংখ্যালঘু সম্প্রদায়। পুড়েছে সংখ্যালঘুদের ঘরবাড়ি, লুটপাট চলেছে অবাধে। কিন্তু এত মানুষের প্রাণ নিয়েও ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারকে উৎখাত তো দূরের কথা, সামান্য টলাতেও ব্যর্থ হয়েছে বিএনপি-জামায়াত জোট।
কিন্তু বিদায়ী বছরের শুরুতেই আবারও মানুষ হত্যা শুরু করে বিএনপি-জামায়াত জোট। প্রায় তিনটি মাস ধরে টানা হরতাল-অবরোধের নামে নির্বিচারে আগুন সন্ত্রাসের মাধ্যমে নিরীহ মানুষকে পুড়িয়ে হত্যার মহোৎসবে মেতে উঠেছিল তারা। বিদায়ী বছরের শুরু থেকে পরবর্তী তিনটি মাস ধরে বিএনপি-জামায়াত জোট যে ভয়াল নাশকতা, ধ্বংসযজ্ঞ, মানুষ পুড়িয়ে মারার হীন রাজনীতি ও সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা করে দেশকে সম্পূর্ণ ধ্বংস করার যে পৈশাচিক উল্লাসে মেতে উঠেছিল, সেই ধ্বংসস্তূপ থেকে সৃষ্টির জাগরণে দেশকে নিয়ে যেতে সক্ষম হয়েছে বর্তমান সরকার। সকল ষড়যন্ত্র-চক্রান্তের বেড়াজাল ছিন্ন করে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের দক্ষ রাষ্ট্র পরিচালনায় আজ সবদিক থেকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। দুর্নীতি-সন্ত্রাস-জঙ্গীবাদের দেশের কালো তকমা মুছে ফেলে সারাবিশ্বে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল।
বিদায়ী বছরে যুদ্ধাপরাধীদের বিচারে গণমানুষের যে প্রবল দাবি উচ্চারিত হয়েছে সর্বত্র, নতুন বছরে আগের মতো তেমন চাপ আর সহ্য করতে হবে না সরকারকে। কারণ দেশী-বিদেশী শত ষড়যন্ত্র-চক্রান্তের বেড়াজাল ছিন্ন করেই অত্যন্ত সাহসের শীর্ষ যুদ্ধাপরাধীদের একে একে বিচারের রায় কার্যকর করে দেশকে নতুন করে কলঙ্কমুক্ত করেছে। নতুন বছরে মানুষের এখন প্রত্যাশা বাকি যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন এবং একাত্তরের ঘাতক দল জামায়াতকে নিষিদ্ধ করে স্বাধীনতার অর্জন জনগণের ঘরে ঘরে পৌঁছে দেয়া।
এছাড়া দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, জঙ্গীবাদ দমন, সংঘাত-সহিংস রাজনীতির বদলে শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ নিশ্চিত, বেকারত্ব দূরীকরণ, বিদেশী বিনিয়োগ বৃদ্ধি, আইনশৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণ, সুশাসন প্রতিষ্ঠা, স্বাধীনতাবিরোধী অন্ধকারের শক্তির বিরুদ্ধে সোচ্চার প্রতিরোধ, অর্থনীতির আরও গতিসঞ্চার, সংসদকে কার্যকর করে নতুন বছরে একটি শান্তিময় সমৃদ্ধিশালী দেশ উপহার দিতে ২০১৬ সাল সরকারের সামনে অনেক চ্যালেঞ্জ নিয়েই এসেছে।
বিদায়ী বছর দেশের অনেক ইতিহাসই পাল্টে দিয়েছে। ’৭৫-পরবর্তী মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির এমন পুনর্জাগরণ এবং সত্যকে যে মিথ্যা দিয়ে ঢাকা যায় নাÑ তাও প্রতিষ্ঠিত করে দিয়ে গেছে বিদায়ী এ বছরটি। আর তাই শত প্রতিকূলতা ও সহিংসতা মোকাবেলা করে দেশের মানুষ সাহসের ওপর ভর করে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার মিছিলে শামিল হয়েছে, ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে বিএনপি-জামায়াতের গণতন্ত্রবিরোধী সহিংস রাজনীতিকে। আর এখন মুক্তিযুদ্ধের প্রকৃত সত্য ইতিহাস যাতে আগামী প্রজন্ম যুগ যুগ ধরে লালন-পালন করতে পারেÑ নতুন বছরে সেই পদক্ষেপ নিতে হবে সরকারকে।
দীর্ঘদিনের সংস্কৃতি, কৃষ্টি ভুলে মানুষ একটি বছর দেখেছে, শুনেছে এবং বোঝার চেষ্টা করেছে। তবে নতুন বছরে রাজনীতির মাঠ গরম করার ঘোষণা দিয়েছে অস্তিত্বের সঙ্কটের মুখে পড়া বিএনপি। রক্তচক্ষু দেখাতে চাইছে সন্ত্রাসনির্ভর দল জামায়াতও। অতীত দুর্নীতি, সন্ত্রাস ও অপরাজনীতির বলয় থেকে বের না হওয়া কিংবা জাতির প্রত্যাশাকে বৃদ্ধাঙ্গুলী প্রদর্শন করে যুদ্ধাপরাধী ও স্বাধীনতাবিরোধীদের সঙ্গে বন্ধন অটুট রেখে বিএনপির আন্দোলনের হুমকিতে সচেতন দেশের মানুষ কতটুকু সম্পৃক্ত হবে, এ ব্যাপারে সন্দেহ-সংশয় থাকলেও নতুন বছরে তারা যে রাজপথ উত্তপ্ত করার চেষ্টা করবে তা ইতোমধ্যে স্পষ্ট হয়েছে। এছাড়া দেশকে পরিকল্পিতভাবে অস্থিতিশীল করতে সাম্প্রদায়িক অপশক্তিগুলো নতুন করে নাশকতা চালানোর ঘৃণ্য ষড়যন্ত্রের অশনি সঙ্কেত দিচ্ছে।
এ ব্যাপারে অনেকটাই সতর্ক অবস্থানে সরকার। বিগত একটি বছর অনেকটাই সাফল্যের সঙ্গে দেশ পরিচালনায় আন্দোলনে মাঠে নামার সুযোগ পায়নি রাজনৈতিক প্রধান প্রতিপক্ষ বিএনপি ও তাদের দোসর জামায়াত। বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের কলঙ্ক মুছে বাংলাদেশ আজ পরিচিত পাচ্ছে অমিত সম্ভাবনার দেশ হিসেবে। জঙ্গীবাদ ও সন্ত্রাসী দেশ হিসেবে বিশ্বের তালিকা থেকেও বাংলাদেশের নাম মুছে ফেলে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিত করতেও সক্ষম হয়েছে বর্তমান সরকার। আর জঙ্গীবাদ ও আন্তর্জাতিক সন্ত্রাসবাদ শক্ত হাতে দমনে দেশের গ-ি ছাড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসা কুড়িয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশকে উন্নয়ন ও অগ্রগতির মিছিলে শামিল করে একে একে অর্জন করছেন আন্তর্জাতিক পুরস্কার ও বিরল সম্মান।
বিদায়ী বছরে ‘এগিয়ে যাচ্ছে বাংলাদেশ, এগিয়ে যাবেই’ সেøাগানে বিশাল বিশাল অনেক অর্জন ছিনিয়ে আনতে পারলেও শুধু দলীয় অভ্যন্তরীণ কোন্দল-দ্বন্দ্ব আর প্রাণঘাতী সংঘর্ষে জড়িয়ে পড়ায় অনেক প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে সরকারকে। ছাত্রলীগকে সামলাতে ব্যর্থ হওয়ায় সরকারের অনেক অর্জনই ম্লান করে দিয়েছে। আর দলের অনেক বাঘা নেতা-মন্ত্রী-উপদেষ্টাদের অতিকথন, বিতর্কিত মন্তব্যও সরকারকে বেকায়দায় পড়তে হয়েছে। তাই নতুন বছরে সরকারের সামনে আরেকটি বড় চ্যালেঞ্জ হচ্ছে- শক্ত হাতে দলের চেন অব কমান্ড ফিরিয়ে আনা এবং নেতা-মন্ত্রীদের অতিকথন বন্ধ করা। আর এটি করতে পারলে নতুন বছরেও যে রাজনৈতিকভাবে আওয়ামী লীগকে বড় কোন বাধার মুখে পড়তে হবে না, এমনটাই বিশ্বাস দলটির তৃণমূল নেতাদেরও।
বিপুল প্রত্যাশা ও চ্যালেঞ্জ নিয়েই আজ থেকে যাত্রা শুরু করল আরও একটি নতুন বছর। নতুন খ্রীস্টাব্দের সূচনামুুহূর্ত নিয়ে উচ্ছ্বাস-উল্লাস বাঙালী সংস্কৃতির নিজস্ব কোন অঙ্গ না হলেও পাশ্চাত্য- প্রভাবে শহরাঞ্চলে এর ব্যাপ্তি ঘটেই চলেছে। বিশেষ করে তরুণ সমাজের মধ্যে। বৃহত্তর জনগোষ্ঠীর যারা অংশ, তারা জীবিকার কঠোর সংগ্রামে, সমস্যার ভারে এতই ক্লিষ্ট বিড়ম্বিত যে, এসব নিয়ে বিন্দুমাত্র মাথা ঘামানোর কোন অবকাশ নেই তাদের জীবনে।
তারপরও কালপ্রক্রিয়ায় নববর্ষ আসে, নতুন আশায়, স্বপ্নে উদ্দীপিত হয় মানুষ। বছরটি সাফল্যে উজ্জ্বল হয়ে উঠবে, মুছে যাবে ব্যর্থতার গ্লানি, এ রকম প্রত্যাশায় মানুষ উজ্জীবিত হয়। বৈশ্বিক পটভূমিতে খ্রিস্টীয় নববর্ষের গুরুত্ব এবং তাৎপর্য উপেক্ষা করার মতো নয় মোটেও। সবার প্রত্যাশা নতুন বছরে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার একটি সুখী ও সমৃদ্ধিশালী বাংলাদেশ উপহার দেবে জাতিকে।
ইংরেজী নববর্ষের শুভলগ্নে দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধী দলের নেতা বেগম রওশন এরশাদ, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। তারা বাণীতে ইংরেজী নববর্ষে দেশবাসী এবং প্রবাসী বাংলাদেশীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

এগিয়ে যাওয়ার চ্যালেঞ্জ নিয়ে শুরু হলো নতুন বছর-২০১৬

আপডেট টাইম : ১২:২৭:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১ জানুয়ারী ২০১৬

তমসা কেটে পূর্ব দিগন্তে আবহমান সূর্য আবার শুরু করল নতুন যাত্রা। ‘সময় আর স্রোত কারও জন্য অপেক্ষা করে না’- এই সত্যকে প্রতিষ্ঠিত করে নতুন বছরের প্রথম সূর্যোদয়। স্বপ্ন আর দিনবদলের অপরিমেয় প্রত্যাশার আলোয় উদ্ভাসিত শুভ নববর্ষ। সুপ্রভাত বাংলাদেশ; স্বাগত ২০১৬। হ্যাপি নিউ ইয়ার ২০১৬। অভিবাদন নতুন সৌরবর্ষকে।
সেই একই সূর্য, একইভাবে উঠছে পূর্বাকাশ আলো করে। তবু তার উদয় ভিন্নতর। আজকের দিনটিও আলাদা, কারণ একটি নতুন বর্ষপরিক্রমা শুরু হলো আজ শুক্রবার থেকে। সোনালি স্বপ্নের হাতছানি নিয়ে উদিত হলো নতুন বছরের নতুন সূর্য। ভরা পৌষে কুয়াশার হিমেল চাদর ছিন্ন করে উদ্ভাসিত হলো সোনালি আলোর সকাল। কালপরিক্রমায় দ্বারোদ্ঘাটন হলো প্রকৃতির নতুন নিয়মে নতুন বছর ২০১৬’র। গ্রেগরিয়ান পঞ্জিকা অনুযায়ী ইংরেজী নববর্ষের প্রথম দিন আজ। শুভ নববর্ষ।
বিশ্বের বয়স আরও এক বছর বাড়ল। এক বছরের ‘আনন্দ-বেদনা, আশা-নৈরাশ্য আর সাফল্য-ব্যর্থতার পটভূমির ওপর আমাদের ছাপ্পান্ন হাজার বর্গমাইলের এই প্রিয় বাংলাদেশ নতুন বছরে পর্বতদৃঢ় একতায় সর্ব বিপর্যয়-দুঃসময়কে জয় করবে অজেয়-অমিত শক্তি নিয়ে’- এ সঙ্কল্পের সোনালি দিন আজ। সূচনা হলো আরও একটি বর্ষযাত্রা।
জাতীয় ও আন্তর্জাতিক পরিম-লে বহু ঘটনার সাক্ষী হয়ে মহাকালের অতল গর্ভে বৃহস্পতিবার সূর্যাস্তের সঙ্গে সঙ্গে চলে গেছে বিগত বছর ২০১৫। আবহমান সূর্য একটি পুরনো বছরকে কালস্রোতের ঊর্মিমালায় বিলীন করে আবার শুরু করল যাত্রা। লাখো প্রত্যাশার ঝাঁপি খুলে এবং সরকারের কাছে মানুষের অনেক প্রত্যাশায় আজ ভোরে কুয়াশায় ঢাকা পূর্বাকাশে উদয় হয়েছে নতুন বছরের লালসূর্য। জাতির অনেক আশা-আকাক্সক্ষা পূরণ হওয়ার বছর। শুরু হলো অগ্রগমনের বছর। নতুন বছরকে স্বাগতম সুখ-সমৃদ্ধি, উন্নয়ন-অগ্রগতি আর সাম্প্রদায়িকতামুক্ত মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যাশায়।
খ্রিস্টীয় নববর্ষের প্রথম দিন আজ। প্রাচীন সূর্য বৃহস্পতিবার যে দিবসকে কালস্রোতে বিলীন করে পশ্চিমে অস্ত গেল, তা আজ ফেলে আসা দিন। থার্টি ফাস্টে বিশ্বের কোটি কোটি মানুষ পরমানন্দে ২০১৬ সালকে বরণ করেছে। আজ নতুন দিনের নতুন সূর্যালোকে স্নান করে সিক্ত হবে জাতি-বর্ণ-নির্বিশেষে সব শ্রেণী পেশার মানুষ। বিগত বছরের সব কালিমা ধুয়ে-মুছে নতুন কেতন ওড়াতে ওড়াতে এগিয়ে যাবে সময়, সভ্যতা, হিংসা-বিদ্বেষ-হানাহানিমুক্ত রাজনীতি, অর্থনীতি আর সংস্কৃতি। অনাবিল স্বপ্ন আর অফুরন্ত প্রাণোন্মাদনা নিয়ে নতুন সূর্যের আলোয় অগ্রসর হবে মানুষ। বিগত সময়ের সব ভুল শুধরে নেয়ার সময় এসেছে আজ।
স্মৃতির অতলে হারিয়ে যাওয়ার পথে ২০১৫ সালটি নতুন করে মিথ্যার কুহেলিকা ভেদ করে মুক্তিযুদ্ধের চেতনার সঠিক ধারায় এবং পুনর্জাগরণের নতুন সম্ভাবনার দ্বারোদ্ঘাটন রচনা করে দিয়ে গেছে, সমগ্র জাতিকে স্বাধীনতাবিরোধী অপশক্তি ও তাদের দোসরদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে দাঁড়িয়েছে এক মহাসড়কে। সূচিত হয়েছে তার যূথবদ্ধ যাত্রা। বাংলার প্রতিটি প্রান্তরে আজ অভীন্ন আওয়াজÑ ‘স্বাধীন বাংলায়, রাজাকারদের ঠাঁই নাই।’ আর এ প্রচ- শপথ পূরণের প্রত্যাশা নিয়েই যাত্রা শুরু হলো নতুন একটি বছরের।
গতরাত ১২টার পর পরই সারাবিশ্বে নতুন বছরকে স্বাগত জানানো হয়েছে নানা আনুষ্ঠানিকতায়। বর্ষবরণের আনন্দোৎসব করেছে সর্বস্তরের মানুষ। হিসাবের খাতায় ব্যর্থতার গ্লানি মুছে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে নতুন বছরে শান্তিকামী মানুষের প্রার্থনা ছিল- আর কোন সহিংসতা নয়, কোন হত্যা-খুন কিংবা হানাহানির রাজনীতি নয়। ২০১৬ হবে শান্তির বীজ বপনের সাল। অস্ত্র বা হানাহানির মহড়া হবে না, থেমে যাবে সব যুদ্ধ-সন্ত্রাস। সবার প্রত্যাশা অনুযায়ী ক্ষমতাসীন সরকার নতুন বছরে ক্ষুধা-দারিদ্র্যমুক্ত একটি সুখী ও সমৃদ্ধিশালী বাংলাদেশ উপহার দেবে জাতিকে।
বাংলাদেশের মানুষের জন্য এবার নতুন বছরটি এসেছে ভিন্ন আবহে। সর্বত্র স্বাধীনতাবিরোধী অপশক্তি ও তাদের দোসরদের পরাজয়ের ধ্বনি। বিদায়ী বছর ২০১৫-তে সাম্প্রদায়িক অপশক্তির পরাজয় দিয়ে যাত্রা শুরু হয়েছিল, বছরের শেষ দিন আবারও সেই পরাজয়ই তাদের বরণ করতে হয়েছে। দেশের জনগণ পৌর নির্বাচনে ব্যালট বিপ্লবের মাধ্যমে সন্ত্রাস-জঙ্গীবাদ-নাশকতানির্ভর রাজনীতির ধারক-বাহক বিএনপি-জামায়াত জোটকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। স্বাধীনতা, মুক্তিযুদ্ধ এবং উন্নয়ন-প্রগতির প্রতীক নৌকাকে মহাবিজয়ী করে পুনরায় মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে ঐক্যবদ্ধ রায় দিয়েছে। সারাদেশের ২৩৪টি পৌরসভার মধ্যে মাত্র ২২টিতে বিজয়ী হতে পেরেছে বিএনপি-জামায়াতের প্রার্থীরা। বাকি সব পৌরসভাতেই মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী আওয়ামী লীগের প্রার্থীদের জয়-জয়কার। দেশের মানুষ যে সন্ত্রাস-জঙ্গীবাদ-নাশকতার রাজনীতি পছন্দ করে না, উন্নয়ন-অগ্রগতির পক্ষেই রয়েছে- তা আবারও ব্যালটের মাধ্যমে জানান দিয়েছে বিএনপি-জামায়াত জোটকে।
এটি শুধু একটি নতুন বছরই নয়, বিদায়ী বছরের অনেক অমীমাংসিত ইস্যু নিষ্পত্তিরও বছর। অনেক চ্যালেঞ্জ নিয়েই টানা দ্বিতীয় মেয়াদের ক্ষমতার তৃতীয় বছরে পদার্পণ করতে যাচ্ছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের সরকার। নতুন এ বছরে বেশকিছু জ্বলন্ত ইস্যুরও সমাধান করতে হবে ক্ষমতাসীন সরকারকে। সর্বোচ্চ আদালতের রায় অনুযায়ী ধর্মভিত্তিক-সাম্প্রদায়িক রাজনীতি বিশেষ করে জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করে প্রকৃত ধর্মনিরপেক্ষ দেশ হিসেবে বাংলাদেশ আবারও বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে কিনা, নতুন বছরে এ কঠিন সিদ্ধান্তটির নিষ্পত্তি হবে সর্বোচ্চ আদালতে। তাই বিদায়ী বছরের মতো নতুন বছরেও স্বাধীনতাবিরোধী-যুদ্ধাপরাধীদের মাথা তুলে দাঁড়ানোর সম্ভাবনা কম।
বিদায়ী বছরের শুরুটা হয়েছিল বিএনপি-জামায়াতের মৃত্যুদীর্ণ, আগুনে পোড়া, বোমায় বিধ্বস্ত, শোকাতুর পরিবেশে। জামায়াতকে সঙ্গে নিয়ে বিএনপি দেশজুড়ে অভাবনীয় সহিংসতা করে দেড় শতাধিক মানুষের প্রাণহানি ঘটায়। বিএনপি-জামায়াতের তা-বের শিকার হয়েছে দেশের সংখ্যালঘু সম্প্রদায়। পুড়েছে সংখ্যালঘুদের ঘরবাড়ি, লুটপাট চলেছে অবাধে। কিন্তু এত মানুষের প্রাণ নিয়েও ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারকে উৎখাত তো দূরের কথা, সামান্য টলাতেও ব্যর্থ হয়েছে বিএনপি-জামায়াত জোট।
কিন্তু বিদায়ী বছরের শুরুতেই আবারও মানুষ হত্যা শুরু করে বিএনপি-জামায়াত জোট। প্রায় তিনটি মাস ধরে টানা হরতাল-অবরোধের নামে নির্বিচারে আগুন সন্ত্রাসের মাধ্যমে নিরীহ মানুষকে পুড়িয়ে হত্যার মহোৎসবে মেতে উঠেছিল তারা। বিদায়ী বছরের শুরু থেকে পরবর্তী তিনটি মাস ধরে বিএনপি-জামায়াত জোট যে ভয়াল নাশকতা, ধ্বংসযজ্ঞ, মানুষ পুড়িয়ে মারার হীন রাজনীতি ও সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা করে দেশকে সম্পূর্ণ ধ্বংস করার যে পৈশাচিক উল্লাসে মেতে উঠেছিল, সেই ধ্বংসস্তূপ থেকে সৃষ্টির জাগরণে দেশকে নিয়ে যেতে সক্ষম হয়েছে বর্তমান সরকার। সকল ষড়যন্ত্র-চক্রান্তের বেড়াজাল ছিন্ন করে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের দক্ষ রাষ্ট্র পরিচালনায় আজ সবদিক থেকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। দুর্নীতি-সন্ত্রাস-জঙ্গীবাদের দেশের কালো তকমা মুছে ফেলে সারাবিশ্বে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল।
বিদায়ী বছরে যুদ্ধাপরাধীদের বিচারে গণমানুষের যে প্রবল দাবি উচ্চারিত হয়েছে সর্বত্র, নতুন বছরে আগের মতো তেমন চাপ আর সহ্য করতে হবে না সরকারকে। কারণ দেশী-বিদেশী শত ষড়যন্ত্র-চক্রান্তের বেড়াজাল ছিন্ন করেই অত্যন্ত সাহসের শীর্ষ যুদ্ধাপরাধীদের একে একে বিচারের রায় কার্যকর করে দেশকে নতুন করে কলঙ্কমুক্ত করেছে। নতুন বছরে মানুষের এখন প্রত্যাশা বাকি যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন এবং একাত্তরের ঘাতক দল জামায়াতকে নিষিদ্ধ করে স্বাধীনতার অর্জন জনগণের ঘরে ঘরে পৌঁছে দেয়া।
এছাড়া দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, জঙ্গীবাদ দমন, সংঘাত-সহিংস রাজনীতির বদলে শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ নিশ্চিত, বেকারত্ব দূরীকরণ, বিদেশী বিনিয়োগ বৃদ্ধি, আইনশৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণ, সুশাসন প্রতিষ্ঠা, স্বাধীনতাবিরোধী অন্ধকারের শক্তির বিরুদ্ধে সোচ্চার প্রতিরোধ, অর্থনীতির আরও গতিসঞ্চার, সংসদকে কার্যকর করে নতুন বছরে একটি শান্তিময় সমৃদ্ধিশালী দেশ উপহার দিতে ২০১৬ সাল সরকারের সামনে অনেক চ্যালেঞ্জ নিয়েই এসেছে।
বিদায়ী বছর দেশের অনেক ইতিহাসই পাল্টে দিয়েছে। ’৭৫-পরবর্তী মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির এমন পুনর্জাগরণ এবং সত্যকে যে মিথ্যা দিয়ে ঢাকা যায় নাÑ তাও প্রতিষ্ঠিত করে দিয়ে গেছে বিদায়ী এ বছরটি। আর তাই শত প্রতিকূলতা ও সহিংসতা মোকাবেলা করে দেশের মানুষ সাহসের ওপর ভর করে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার মিছিলে শামিল হয়েছে, ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে বিএনপি-জামায়াতের গণতন্ত্রবিরোধী সহিংস রাজনীতিকে। আর এখন মুক্তিযুদ্ধের প্রকৃত সত্য ইতিহাস যাতে আগামী প্রজন্ম যুগ যুগ ধরে লালন-পালন করতে পারেÑ নতুন বছরে সেই পদক্ষেপ নিতে হবে সরকারকে।
দীর্ঘদিনের সংস্কৃতি, কৃষ্টি ভুলে মানুষ একটি বছর দেখেছে, শুনেছে এবং বোঝার চেষ্টা করেছে। তবে নতুন বছরে রাজনীতির মাঠ গরম করার ঘোষণা দিয়েছে অস্তিত্বের সঙ্কটের মুখে পড়া বিএনপি। রক্তচক্ষু দেখাতে চাইছে সন্ত্রাসনির্ভর দল জামায়াতও। অতীত দুর্নীতি, সন্ত্রাস ও অপরাজনীতির বলয় থেকে বের না হওয়া কিংবা জাতির প্রত্যাশাকে বৃদ্ধাঙ্গুলী প্রদর্শন করে যুদ্ধাপরাধী ও স্বাধীনতাবিরোধীদের সঙ্গে বন্ধন অটুট রেখে বিএনপির আন্দোলনের হুমকিতে সচেতন দেশের মানুষ কতটুকু সম্পৃক্ত হবে, এ ব্যাপারে সন্দেহ-সংশয় থাকলেও নতুন বছরে তারা যে রাজপথ উত্তপ্ত করার চেষ্টা করবে তা ইতোমধ্যে স্পষ্ট হয়েছে। এছাড়া দেশকে পরিকল্পিতভাবে অস্থিতিশীল করতে সাম্প্রদায়িক অপশক্তিগুলো নতুন করে নাশকতা চালানোর ঘৃণ্য ষড়যন্ত্রের অশনি সঙ্কেত দিচ্ছে।
এ ব্যাপারে অনেকটাই সতর্ক অবস্থানে সরকার। বিগত একটি বছর অনেকটাই সাফল্যের সঙ্গে দেশ পরিচালনায় আন্দোলনে মাঠে নামার সুযোগ পায়নি রাজনৈতিক প্রধান প্রতিপক্ষ বিএনপি ও তাদের দোসর জামায়াত। বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের কলঙ্ক মুছে বাংলাদেশ আজ পরিচিত পাচ্ছে অমিত সম্ভাবনার দেশ হিসেবে। জঙ্গীবাদ ও সন্ত্রাসী দেশ হিসেবে বিশ্বের তালিকা থেকেও বাংলাদেশের নাম মুছে ফেলে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিত করতেও সক্ষম হয়েছে বর্তমান সরকার। আর জঙ্গীবাদ ও আন্তর্জাতিক সন্ত্রাসবাদ শক্ত হাতে দমনে দেশের গ-ি ছাড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসা কুড়িয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশকে উন্নয়ন ও অগ্রগতির মিছিলে শামিল করে একে একে অর্জন করছেন আন্তর্জাতিক পুরস্কার ও বিরল সম্মান।
বিদায়ী বছরে ‘এগিয়ে যাচ্ছে বাংলাদেশ, এগিয়ে যাবেই’ সেøাগানে বিশাল বিশাল অনেক অর্জন ছিনিয়ে আনতে পারলেও শুধু দলীয় অভ্যন্তরীণ কোন্দল-দ্বন্দ্ব আর প্রাণঘাতী সংঘর্ষে জড়িয়ে পড়ায় অনেক প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে সরকারকে। ছাত্রলীগকে সামলাতে ব্যর্থ হওয়ায় সরকারের অনেক অর্জনই ম্লান করে দিয়েছে। আর দলের অনেক বাঘা নেতা-মন্ত্রী-উপদেষ্টাদের অতিকথন, বিতর্কিত মন্তব্যও সরকারকে বেকায়দায় পড়তে হয়েছে। তাই নতুন বছরে সরকারের সামনে আরেকটি বড় চ্যালেঞ্জ হচ্ছে- শক্ত হাতে দলের চেন অব কমান্ড ফিরিয়ে আনা এবং নেতা-মন্ত্রীদের অতিকথন বন্ধ করা। আর এটি করতে পারলে নতুন বছরেও যে রাজনৈতিকভাবে আওয়ামী লীগকে বড় কোন বাধার মুখে পড়তে হবে না, এমনটাই বিশ্বাস দলটির তৃণমূল নেতাদেরও।
বিপুল প্রত্যাশা ও চ্যালেঞ্জ নিয়েই আজ থেকে যাত্রা শুরু করল আরও একটি নতুন বছর। নতুন খ্রীস্টাব্দের সূচনামুুহূর্ত নিয়ে উচ্ছ্বাস-উল্লাস বাঙালী সংস্কৃতির নিজস্ব কোন অঙ্গ না হলেও পাশ্চাত্য- প্রভাবে শহরাঞ্চলে এর ব্যাপ্তি ঘটেই চলেছে। বিশেষ করে তরুণ সমাজের মধ্যে। বৃহত্তর জনগোষ্ঠীর যারা অংশ, তারা জীবিকার কঠোর সংগ্রামে, সমস্যার ভারে এতই ক্লিষ্ট বিড়ম্বিত যে, এসব নিয়ে বিন্দুমাত্র মাথা ঘামানোর কোন অবকাশ নেই তাদের জীবনে।
তারপরও কালপ্রক্রিয়ায় নববর্ষ আসে, নতুন আশায়, স্বপ্নে উদ্দীপিত হয় মানুষ। বছরটি সাফল্যে উজ্জ্বল হয়ে উঠবে, মুছে যাবে ব্যর্থতার গ্লানি, এ রকম প্রত্যাশায় মানুষ উজ্জীবিত হয়। বৈশ্বিক পটভূমিতে খ্রিস্টীয় নববর্ষের গুরুত্ব এবং তাৎপর্য উপেক্ষা করার মতো নয় মোটেও। সবার প্রত্যাশা নতুন বছরে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার একটি সুখী ও সমৃদ্ধিশালী বাংলাদেশ উপহার দেবে জাতিকে।
ইংরেজী নববর্ষের শুভলগ্নে দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধী দলের নেতা বেগম রওশন এরশাদ, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। তারা বাণীতে ইংরেজী নববর্ষে দেশবাসী এবং প্রবাসী বাংলাদেশীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।