ঢাকা ০৯:২৩ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

ভি মুরলিধরনের সঙ্গে ফোনালাপ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৫৬:৫২ পূর্বাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২০
  • ১৭২ বার

হাওর বার্তা ডেস্কঃ ভারতের কেরালা রাজ্যের কোঝিকোড়ে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

শনিবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শংকরকে দেয়া এক চিঠিতে পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের জনগণ, সরকার এবং তার নিজের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করেন।

পররাষ্ট্রমন্ত্রী প্রিয়জন হারানো শোকসন্তপ্ত পরিবার ও ভারতীয় জনগণের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

ভারতের নয়াদিল্লীস্থ বাংলাদেশ হাইকমিশন থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

শোকবার্তায় পররাষ্ট্র মন্ত্রী এ কঠিন সময়ে স্বজনহারাদের শোক সহ্য করার শক্তি ও মনোবল প্রার্থণা করেন এবং দুর্ঘটনায় আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।

এদিকে শনিবার বিকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহ্‌রিয়ার আলম ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভি. মুরলিধরনের সঙ্গে টেলিফোনে আলাপ করেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বিমান দুর্ঘটনায় হতাহতদের খোঁজ নেন এবং স্বজনহারা ও ভারতীয় জনগণের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন। টেলিফোনে আলাপকালে দু’দেশের প্রতিমন্ত্রী দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন এবং ভবিষ্যতে ভ্রাতৃপ্রতীম দু’দেশের মধ্যে বিরাজমান গভীর সৌহার্দ্যপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ককে এগিয়ে নেয়ার জন্য অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যায় দুবাইফেরত ১৯০ জন যাত্রী নিয়ে কেরালার কোঝিকোড়ে বিমানবন্দরে ভারীবর্ষণের মধ্যে অবতরণকালে রানওয়ে থেকে ছিটকে পড়ে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের একটি ফ্লাইট। এতে বিমানটির দু’জন পাইলটসহ অন্তত ২০ জন নিহত হন। দেশটির কর্তৃপক্ষ দুর্ঘটনাকবলিত বিমানের বেশিরভাগ আরোহীকে উদ্ধার করেছে। এর মধ্যে আহত প্রায় ১৫০ জনকে চিকিৎসা দেয়া হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

ভি মুরলিধরনের সঙ্গে ফোনালাপ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

আপডেট টাইম : ০৯:৫৬:৫২ পূর্বাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২০

হাওর বার্তা ডেস্কঃ ভারতের কেরালা রাজ্যের কোঝিকোড়ে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

শনিবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শংকরকে দেয়া এক চিঠিতে পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের জনগণ, সরকার এবং তার নিজের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করেন।

পররাষ্ট্রমন্ত্রী প্রিয়জন হারানো শোকসন্তপ্ত পরিবার ও ভারতীয় জনগণের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

ভারতের নয়াদিল্লীস্থ বাংলাদেশ হাইকমিশন থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

শোকবার্তায় পররাষ্ট্র মন্ত্রী এ কঠিন সময়ে স্বজনহারাদের শোক সহ্য করার শক্তি ও মনোবল প্রার্থণা করেন এবং দুর্ঘটনায় আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।

এদিকে শনিবার বিকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহ্‌রিয়ার আলম ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভি. মুরলিধরনের সঙ্গে টেলিফোনে আলাপ করেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বিমান দুর্ঘটনায় হতাহতদের খোঁজ নেন এবং স্বজনহারা ও ভারতীয় জনগণের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন। টেলিফোনে আলাপকালে দু’দেশের প্রতিমন্ত্রী দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন এবং ভবিষ্যতে ভ্রাতৃপ্রতীম দু’দেশের মধ্যে বিরাজমান গভীর সৌহার্দ্যপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ককে এগিয়ে নেয়ার জন্য অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যায় দুবাইফেরত ১৯০ জন যাত্রী নিয়ে কেরালার কোঝিকোড়ে বিমানবন্দরে ভারীবর্ষণের মধ্যে অবতরণকালে রানওয়ে থেকে ছিটকে পড়ে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের একটি ফ্লাইট। এতে বিমানটির দু’জন পাইলটসহ অন্তত ২০ জন নিহত হন। দেশটির কর্তৃপক্ষ দুর্ঘটনাকবলিত বিমানের বেশিরভাগ আরোহীকে উদ্ধার করেছে। এর মধ্যে আহত প্রায় ১৫০ জনকে চিকিৎসা দেয়া হচ্ছে।