হাওর বার্তা ডেস্কঃ অ্যাপ স্টোর থেকে প্রায় ৩০ হাজার অ্যাপ সরিয়ে দিয়েছে অ্যাপল। এর মধ্যে ২৬ হাজারের বেশি গেমিং অ্যাপ রয়েছে। সমীক্ষা প্রতিষ্ঠান কুইমাইয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে রয়টার্স।
চলতি বছরের শুরুতে অ্যাপল গেমিং অ্যাপ নির্মাতাদের জানিয়েছিল যে, জুনের মধ্যে সরকারি লাইসেন্সের নাম্বার জমা না দিলে স্টোর থেকে অ্যাপ সরিয়ে দেয়া হবে।
চীনের অ্যান্ড্রয়েড অ্যাপ স্টোরে দীর্ঘদিন ধরে এ নিয়ম মেনে চলা হয়। এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক ভাবে কিছু জানায়নি অ্যাপল।
এর আগে জুলাইয়ের শুরুতে অ্যাপ স্টোর থেকে ২,৫০০ এর বেশি অ্যাপ সরিয়ে দিয়েছিল অ্যাপল।
চীনের ইন্টারনেট নীতিমালা অনুযায়ী, অ্যাপল স্টোরে কোন গেম বা তার আপডেট আপলোডের আগে সে দেশের প্রশাসনের থেকে অনুমোদন নিতে হবে। নিয়মের সব ধাপ পেরিয়ে এ অনুমোদন পেতে মোটামুটি ছয় মাস থেকে এক বছর পর্যন্ত সময় লেগে যায়। প্রতি বছর দেড় হাজারের বেশি গেমকে লাইসেন্স অনুমোদন দেয় না চীন।
ফলে নিয়ম মেনে অ্যাপল স্টোরে ফিরে আসতে এখন দীর্ঘ সময় অপেক্ষায় থাকতে হবে গেম ডেভেলপার প্রতিষ্ঠানগুলোকে।