পৌরসভা নির্বাচনে দলের মনোনীত প্রার্থীদের হয়রানি করা হচ্ছে বলে বিভিন্ন দেশের কূটনীতিকদের কাছে অভিযোগ করেছে জাতীয়তাবাদী দল বিএনপি। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বুধবার দুপুরে ঢাকাস্থ বিভিন্ন দেশের দূতাবাসের কূটনীতিকদের সঙ্গে বৈঠকে বিএনপি নেতারা এ অভিযোগ করেন। বৈঠকে আমেরিকা, জার্মানি, সুইডেন, ইন্ডিয়া, কানাডা, সিঙ্গাপুর, তুরস্কসহ ১৪ টি দেশের কুটনীতিকরা অংশ নেন। বেলা ১১টায় দলটির গুলশান কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। বৈঠক শেষে দলটির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান সাংবাদিকদের বলেন, নির্বাচনের আগেই দেড়শ কাউন্সিলর প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। এটা কী করে সম্ভব? এসব জায়গায় বিএনপির প্রার্থীদের মনোনয়ন দাখিল করতে দেয়া হয়নি। তিনি বলেন, পৌর নির্বাচনে আমাদের প্রার্থীদের বিভিন্ন ভাবে হয়রানি করা হচ্ছে। নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে। নির্বাচন সুষ্ঠু না হলে আন্তর্জাতিক মহলে নিন্দা হবে বলেও মন্তব্য করেন তিনি। বৈঠকে বিএনপির প্রতিনিধি দলে আরো ছিলেন- দলটির স্থায়ী কমিটির সদস্য মঈন খান, চেয়ারপারসনের উপদেষ্টা ইনাম আহমেদ চৌধুরী, আমির খসরু মাহমদু চৌধুরী, রিয়াজ রহমান, সাবিহ উদ্দিন আহমেদ প্রমুখ।
সংবাদ শিরোনাম
কূটনীতিকদের যা বললো বিএনপি
- Reporter Name
- আপডেট টাইম : ১১:৪১:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৩ ডিসেম্বর ২০১৫
- ৫৯১ বার
Tag :
জনপ্রিয় সংবাদ